অ্যাপশহর

মালিঙ্গার অবসরের একদিন পরেই হাতছাড়া তাঁর T-20 রেকর্ড!

এই নিয়ে ছ'বার (২২৫ ইনিংসে) টি-২০ ক্রিকেটে পাঁচ উইকেট শিকার করলেন ভিসে। ইতিপূর্বে এই তালিকায় শীর্ষস্থানে ছিলেন লাসিথ মালিঙ্গা। তিনি ২৮৯ ইনিংসে পাঁচবার পাঁচ উইকেট শিকার করেছেন।

EiSamay.Com 15 Sep 2021, 1:47 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে গতকালই অবসর গ্রহণ করেছেন লাসিথ মালিঙ্গা। কিন্তু, তাঁর অবসরের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভেঙে গেল। টি-২০ ক্রিকেট কেরিয়ারে তিনি মোট পাঁচবার ৫ উইকেট শিকার করেছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তী বোলার। তবে তাঁর এই রেকর্ড টপকে গেলেন প্রোটিয়া পেসার ডেভিড ভিস। গতকাল তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৬ উইকেট শিকার করেছেন। আর এমন আগুনঝরা পারফরম্যান্সের দৌলতেই ত্রিনবাগো নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়লাভ করেছে সেন্ট লুসিয়া কিংস।
EiSamay.Com Lasith Malinga
আইপিএল টুর্নামেন্টে উইকেট শিকারের পর লাসিথ মালিঙ্গা, নিজস্ব চিত্র


এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল সেন্ট লুসিয়া কিংস। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছিল এই দল। দলের দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার এবং রহিম কর্নওয়াল তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে গেলেও দলের মিডল অর্ডার অসাধারণ ব্যাটিং করে। ৪৪ বলে ৭৮ রান করেন মার্ক ডেয়াল। এছাড়া রন্টন চেস (৩৬), টিম ডেভিডও (৩৮) যথেষ্ট ভালো পারফরম্যান্স করেন।

২০৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামে নাইট ব্রিগেড। শুরুটা বেশ ভালোই করেছিলেন সুনীল নারাইন। ১৭ বলে ৩০ রান করেন। তবে নামিবিয়ার প্রোটিয়া অলরাউন্ডার ডেভিড ভিসের দুরন্ত বোলিং পারফরম্যান্স, নাইটদের গ্রাস থেকে এই ম্যাচটা ছিনিয়ে আনে। তিনি চার ওভারে ৩৯ রান দিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন।

এই নিয়ে ছ'বার (২২৫ ইনিংসে) টি-২০ ক্রিকেটে পাঁচ উইকেট শিকার করলেন ভিসে। ইতিপূর্বে এই তালিকায় শীর্ষস্থানে ছিলেন লাসিথ মালিঙ্গা। তিনি ২৮৯ ইনিংসে পাঁচবার পাঁচ উইকেট শিকার করেছেন। এছাড়া এছাড়া শাহিন শাহ আফ্রিদি (৯০ ইনিংস) এবং সাকিব আল হাসান (৩৩৪ ইনিংস) চারবার করে পাঁচ উইকেট শিকার করেছেন।

একটি টুইট করে শ্রীলঙ্কার এই জোরে বোলার জানিয়েছেন, 'আমি নিজের টি-২০ ক্রিকেটের জুতো তুলে রাখলাম। সকল ফরম্যাটের ক্রিকেট থেকেই অবসর গ্রহণ করলাম! আমার এই যাত্রাপথে যাঁরা পাশে দাঁড়িয়েছে, তাঁদের প্রতি কৃতজ্ঞ। আশা করছি, আগামীদিনে দলের তরুণ ক্রিকেটারদের সঙ্গে আমি নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারব।'

পাশাপাশি আইপিএল ইতিহাসেও সবথেকে বেশি উইকেট শিকারি হয়েছিলেন। এমনকী তিনি নিজের ইউটিউব চ্যানেলে টি-২০ ক্রিকেটে তাঁর উইকেট সংগ্রহের বিভিন্ন কোলাজ সংগ্রহ করে একটি ভিডিয়ো প্রকাশ করেন।

ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, 'আমার জুতো জোড়া বিশ্রাম গ্রহণ করলেও এই খেলার প্রতি আমার ভালোবাসা কিন্তু বিন্দুমাত্র কমছে না।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল