অ্যাপশহর

'জয় শ্রী রাম' বলে পাকিস্তানের এই বোলারের বিরুদ্ধে বিস্ফোরক তোপ দাগলেন কানেরিয়া

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মহম্মদ আমের বলেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের অপমানজনক আচরণের কারণেই তিনি তাড়াতাড়ি অবসর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। সঙ্গে আমের এও জানিয়েছিলেন, যে সম্মানের দাবিদার তিনি, সেটা এখানে পাচ্ছেন না।

EiSamay.Com 17 May 2021, 7:35 pm
এইসময় ডিজিটাল ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিয়া দলের প্রাক্তন জোরে বোলার মহম্মদ আমেরের বিরুদ্ধে তোপ দাগলেন। তাঁর স্পষ্ট অভিযোগ, আমের নাকি PCB-কে (পাকিস্তান ক্রিকেট বোর্ড) ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিলেন। দানিশ কানেরিয়া নিজের ইউটিউব চ্যানেলে আমেরকে যা নয় তাই বললেন।
EiSamay.Com Danish Kaneria
মহম্মদ আমের এবং দানিশ কানেরিয়া, ছবি সৌজন্য - টুইটার


এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মহম্মদ আমের বলেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের অপমানজনক আচরণের কারণেই তিনি তাড়াতাড়ি অবসর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। সঙ্গে আমের এও জানিয়েছিলেন, যে সম্মানের দাবিদার তিনি, সেটা এখানে পাচ্ছেন না।

দানিশ কানেরিয়া বললেন, "আমি আমেরের মন্তব্য প্রসঙ্গে একটাই কথা বলতে চাই যে প্রত্যেকেরই নিজেদের মতামত প্রকাশের স্বাধীনতা আছে। আমি মনে করি যে ও নিজের বক্তব্যের মাধ্যমে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, যাতে জাতীয় ক্রিকেট দলে আবারও ফিরে আসতে পারে। ও নিজেই বলেছে যে ইংল্যান্ডে থাকতে চায়, ওখানকার নাগরিকত্ব নিতে চায়, তারপর ভারতে খেলতে চায়। এই পরিস্থিতিতে আপনারাই ওর মানসিকতা বিচার করুন।"

কানেরিয়া আরও যোগ করেন, "আমেরের এটা বোঝা উচিত যে স্পট ফিক্সিং কাণ্ডের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড ওকে জাতীয় ক্রিকেট দলে ফিরিয়ে এনে মহানুভবতার পরিচয় দিয়েছিল। কিন্তু, বিগত দেড় বছর ধরে ওর পারফরম্যান্স একেবারে নেই বললেই চলে। এটা মেনে নিচ্ছি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল। কিন্তু, তারপর থেকে পারফরম্যান্স ক্রমশ খারাপ হতে থাকে।"

পাকিস্তানের এই প্রাক্তন লেগ স্পিনার আজ এই মর্মে একটা টুইটও করেছেন। তিনি লেখেন, "জয় শ্রী রাম। আমাকে কেন আমেরের মতো সুযোগ দেওয়া হয়নি। কেনই বা সলমন বাট আর পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পায়নি। মহম্মদ আসিফের মতো একজন দুরন্ত গতির বোলারের কেরিয়ার শেষ হয়ে গেছে। কেউই আমেরের মতো সুযোগ পায়নি। তার বদলে আমের কী প্রতিদান দিল? তিক্ত সত্য।"

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে ২০২০ সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহম্মদ আমের। তিনি এই অবসর গ্রহণের জন্য মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনিসকে অভিযুক্তের কাঠগড়ায় তোলেন। মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে তিনি গোটা ক্রিকেট বিশ্বকে কার্যত চমকে দিয়েছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্রুত অবসর নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, তিনি যে সম্মানটা আশা করেছিলেন, সেটা টিম ম্যানেজমেন্টের থেকে পাননি। আমের জানিয়েছিলেন, এই অবসরের সিদ্ধান্তটা অবশ্যই খুব কঠিন ছিল। কিন্তু, আর কোনও বিকল্প রাস্তাও খোলা ছিল না।

আমের আপাতত ব্রিটেনের নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছেন। একটা সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি এবার লম্বা সময়ের জন্য ইংল্যান্ডে থাকতে চাই। আমি এখানে ক্রিকেটের আনন্দ উপভোগ করছি। আগামী ৬-৭ বছর খেলতে চাই। দেখি, বাকিটা কী দাঁড়ায়।" আইপিএল খেলার প্রশ্নে মহম্মদ আমের বলেন যে এখন ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে তেমন কিছু চিন্তাভাবনা করিনি। একবার এখানকার নাগরিকত্ব পেয়ে গেলেই সবকিছু বদলে যাবে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল