অ্যাপশহর

ভারতের সামনে ২৬৫ রানের টার্গেট রাখলেন টাইগাররা

লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের কাঁধে ভর দিয়ে আড়াইশো রানের গন্ডি পেরোল বাংলাদেশ। ফাইনালে উঠতে ভারতের সামনে টার্গেট ২৬৫ রান।

EiSamay.Com 15 Jun 2017, 6:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের কাঁধে ভর দিয়ে আড়াইশো রানের গন্ডি পেরোল বাংলাদেশ। ফাইনালে উঠতে ভারতের সামনে টার্গেট ২৬৫ রান।
EiSamay.Com ct17 bangladesh sets 265 runs target for india
ভারতের সামনে ২৬৫ রানের টার্গেট রাখলেন টাইগাররা


বৃহস্পতিবার বার্মিংহামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। মেঘলা আকাশ আর হাল্কা ঝিরঝিরে বৃষ্টি দেখে টস জিতে ফিল্ডিং নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর অনুমান সত্যি প্রমাণ করে ইনিংস শুরু করার পরেই দ্রুত হারে উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ। শেষ পর্যন্ত বাঁধা গতের ব্যাটিং পিচেও ভারতীয় বোলারদের সামনে চূড়ান্ত অস্বস্তির মুখে পড়েন ওপেনিং ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা।

তবে শেষে মুখরক্ষা করেন লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা। তাঁদের সাহায্যেই শেষে ২৬৫ রানের টার্গেট খাড়া করতে সমর্থ হল বাংলাদেশ।

ম্যাচের প্রতি বলের বিস্তারিত খবর জানতে ক্লিক করুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল