অ্যাপশহর

বাংলার ক্রিকেটারদের করোনার ভ্যাকসিন CAB-র

জগমোহন ডালমিয়া একজন সুচারু প্রশাসক হওয়ার পাশাপাশি আইসিসি এবং বিসিসিআই প্রেসিডেন্টও ছিলেন। তিনি ক্রিকেটারদের জন্য পেনশন প্রকল্প চালু করেছিলেন। পাশাপাশি তিনি চক্ষুদান প্রকল্পও শুরু করেছিলেন।

EiSamay.Com 30 May 2021, 7:50 pm
এইসময় ডিজিটাল ডেস্ক : বাংলার ক্রিকেটারদের করোনার ভ্যাকসিন দিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)। আজ শহর কলকাতার দুটো বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করে সিএবি বাংলার ক্রিকেটারদের এই টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন করেছে।
EiSamay.Com Snehashis Ganguly
হাসপাতালে বাংলার ক্রিকেটারদের সঙ্গে আলোচনা সারছেন সিএবি সচিব স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়


ইতিপূর্বেও একবার ভ্যাকসিন টিকাকরণের উদ্যোগ গ্রহন করেছিল সিএবি। তবে সেক্ষেত্রে যাঁদের বয়স ৪৫ বছরের ওপরে ছিল, তাঁরাই শুধুমাত্র এই টিকা নিতে পেরেছিলেন। সেইসময় সিএবির আম্পায়ার, স্কোরার এবং পর্যবেক্ষকদের টিকা দেওয়া হয়েছিল।

আজ সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বললেন, "আজ জগমোহন ডালমিয়ার ৮১তম জন্মবার্ষিকী। একথা আজ আর কারোর কাছে অজানা নয় যে তিনি ক্রিকেটারদের সুরক্ষার কথাই সবার আগে ভাবতেন। সেকারণে আমরা এভাবেই আজকের এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধা জানালাম। বাংলার ক্রিকেটারদের আজ ভ্যাকসিন দেওয়া হল। বিভিন্ন বয়সের ক্রিকেটাররা আজ এই ভ্যাকসিন গ্রহণ করেছেন।"

করোনার টিকা নিচ্ছেন বাংলার ক্রিকেটাররা


এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, জগমোহন ডালমিয়া একজন সুচারু প্রশাসক হওয়ার পাশাপাশি আইসিসি এবং বিসিসিআই প্রেসিডেন্টও ছিলেন। তিনি ক্রিকেটারদের জন্য পেনশন প্রকল্প চালু করেছিলেন। পাশাপাশি তিনি চক্ষুদান প্রকল্পও শুরু করেছিলেন।

অন্যদিকে সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বললেন, "দ্বিতীয় দফার টিকাকরণের জন্য আমরা অ্যাপোলো এবং আমরি হাসপাতালের সঙ্গে চুক্তি করেছিলাং। দুটো জায়গাতেই ১২০ জন করে ক্রিকেটারকে ভ্যাকসিন প্রদান করা হয়। ১৮-৪৫ বছরের মধ্যে ক্রিকেটারদেরই আজ প্রাধান্য দেওয়া হয়েছে।"

অ্যাপোলো হাসপাতালে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হলেও আমরি হাসপাতালে কিন্তু কোভিশিল্ড ভ্যাকসিনের পাশাপাশি কোভ্যাকসিনও দেওয়া হয়েছে। গোটা সপ্তাহ ধরেই এটা চলবে বলে জানা গেছে।

জগমোহন ডালমিয়াকে শ্রদ্ধার্ঘ্য দেওয়া হচ্ছে


জগমোহন ডালমিয়ার কথা স্মরণ করে সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বললেন, "গোটা বিশ্বে তিনি একজন অন্যতম সেরা স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। ভারতীয় ক্রিকেটের প্রতি ওনার অবদান কখনই ভোলার নয়।"

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল