অ্যাপশহর

সব বিভাগে টেক্কা দিয়েই সিরিজ জয় বিরাটদের

পরিসংখ্যান এবং পিচের গতিবিধি নিয়ে ভবিষ্যদ্বাণী একেবারে পাটিগণিতের মতো মিলে গেল। প্রত্যাশা মতোই চতুর্থ দিনেই এক ইনিংস এবং ৫৩ রানে অনায়াসে ম্যাচ এবং সিরিজ জিতে নিল বিরাট-বাহিনী।

Ei Samay 6 Aug 2017, 3:29 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পরিসংখ্যান এবং পিচের গতিবিধি নিয়ে ভবিষ্যদ্বাণী একেবারে পাটিগণিতের মতো মিলে গেল। প্রত্যাশা মতোই চতুর্থ দিনেই এক ইনিংস এবং ৫৩ রানে অনায়াসে ম্যাচ এবং সিরিজ জিতে নিল বিরাট-বাহিনী। ৩ টেস্টের সিরিজে ফল ২-০। ঘরের মাটিতে পর পর টেস্ট হেরে বিপর্যস্ত শ্রীলঙ্কা।
EiSamay.Com colombo test jadeja takes five as india clobber sri lanka to win series
সব বিভাগে টেক্কা দিয়েই সিরিজ জয় বিরাটদের


গত কাল ৯২ রানে নট আউট থাকা করুণারত্নে শতরান করতে কোনও ভুল করেননি। ঠান্ডা মাথায় দেখেশুনে খেলে গেলেন টার্নিং পিচে। প্রথমে পুষ্পকুমার এবং পরে অ্যাঞ্জেলো ম্যাথিউজের সঙ্গে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন তিনি। দলের ৩১০ রানে করুণারত্নে ফিরতেই পরিষ্কার হয়ে যায়, পঞ্চম দিনে আর বল পিচে পড়বে না। ৫ রান পরে ফেরেন ম্যাথিউজ। তার পরেও প্রায় ২০ ওভার আটকে রেখেছিলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা।

দেখুন পুরো স্কোরবোর্ড

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা অহেতুক তাড়াহুড়ো না করলে এই টেস্টের ফল অন্যরকম হতে পারত। কারণ দ্বিতীয় ইনিংসে বোলাররাও ৩০-৪০ বল ভালোভাবেই খেলেছেন। ফলে পিচে যে বিশেষ কোনও জুজু ছিল তা বলা যাবে না। প্রথম ইনিংসে অশ্বিন ৫ উইকেট নিয়ে মেরুদণ্ড ভাহার কাজ করেছিলেন। দ্বিতীয় ইনিংসে একই কাজ করলেন জাডেজা। ক্রমশ এই স্পিনার জুটি ভারতের অন্যতম সেরাদের তালিকায় ঢুকে পড়ছে। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও দলের প্রয়োজনে ৭০-৮০ করছেন এঁরা। বিরাটের সংসারে অ-জা একাধারে ‘রাঁধছেন এবং চুলও বাঁধছেন’।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল