অ্যাপশহর

অগস্টে দুবাইয়ে ধোনিরা, ক্যাম্প নাইটদেরও

সব কিছু ঠিকঠাক থাকলে ১৫ অগস্টের আগেই দুবাইয়ে ট্রেনিং শুরু করে দিচ্ছে সিএসকে। ধোনি, সুরেশ রায়না, রবীন্দ্র জাডেজা-সহ সব ক্রিকেটারদের নিয়ে দুবাইয়ে শিবির শুরু হওয়ার কথা ১০ কিংবা ১১ অগস্ট।

EiSamay.Com 30 Jul 2020, 9:21 am
এই সময়: আইপিএলের সূচির আনুষ্ঠানিক ঘোষণার জন্য হয়তো রবিবার গভর্নিং কাউন্সিলের বৈঠকের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো তার আগেই নিজেদের মতো করে ক্রিকেটারদের তরতাজা রাখার উদ্যোগ নিয়ে ফেলছে। এবং এখানেও যেন পথ দেখাচ্ছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
EiSamay.Com chennai super kings and knight riders will start training in dubai from august for ipl 2020
দুবাইয়ে ট্রেনিং শুরু ধোনিদের


বিদেশি ক্রিকেটারদের নিয়ে দু'রকম জল্পনাই চলছে। কেউ বলছেন, তাঁরা সরাসরি যোগ দেবেন দুবাইয়ে। আবার এক কর্তা বলেছেন, 'আমরা পুরো স্কোয়াড নিয়ে চাটার্ড ফ্লাইটে ৮ অগস্ট দুবাই উড়ে যাওয়ার চেষ্টা করছি। যাতে অগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকেই শিবির আয়োজন করতে পারি।'

আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা শিবির করতে এতটাই মরিয়া যে আপাতত ভারতীয় টিমের শিবির করার পরিকল্পনা স্থগিত রাখতে হচ্ছে। সেপ্টেম্বরে ভারতীয় টিমের এক সপ্তাহের শিবির করার কথা ছিল আমেদাবাদে নতুন করে তৈরি মোতেরা স্টেডিয়ামে। কিন্তু দেশের তারকা ক্রিকেটাররা আইপিএল শিবিরে বেরিয়ে গেলে সেই ক্যাম্পের কোনও মানে থাকবে না।

এ কথা ঘুরিয়ে মেনেও নিয়েছেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল, 'আমরা জানি যে, আইপিএল টিমগুলো ক্যাম্প করতে চাইছে। কারণ ক্রিকেটাররা সে ভাবে প্র্যাক্টিসে নেই। ওদের ক্রিকেটাররা টুর্নামেন্টের আগে সবচেয়ে ভালো কন্ডিশনে থাকুক, সেটা নিশ্চয়ই চাইতে পারে। এতে আমাদের কোনও সমস্যাও নেই।'

আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছিলেন, আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। তারপরেও সব ফ্র্যাঞ্চাইজি বিমানের টিকিট চূড়ান্ত করতে পারছে না। কারণ হিসেবে এক কর্তা বলেছেন, 'রবিবারের সভার দিকে তাকিয়ে আছি। বোর্ড কী গাইডলাইন দেয় দেখি। তারপরই সব কিছু চূড়ান্ত করা হবে।'

টিকিট কাটা না হলেও ট্রেনিং শিবিরের ছক সব টিমই করে ফেলেছে। ক্রিকেটারদের প্রস্তুত থাকতেও বলা হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের এক সদস্য যেমন বললেন, 'পরিকল্পনা তো হয়েছেই। তবে বোর্ডের তরফে আইপিএলের দিনক্ষণ সরকারি ঘোষণার আগে আমরা কোনও কিছুই চূড়ান্ত করতে পারছি না।'

কেকেআর জার্সিতে আন্দ্রে রাসেলকে দেখার জন্য মরিয়া ভক্তরা। কেকেআর কর্তৃপক্ষ নিজেদের সোশ্যাল মিডিয়া পেজেই লিখেছে, আন্দ্রে রাসেলের ছক্কার বৃষ্টি দেখার জন্য আর তর সইছে না।

এ সবের সঙ্গে বোর্ডও নিজেদের মতো তৈরি হচ্ছে। আইপিএলের সময় ডোপিংয়ের নমুনা সংগ্রহের জন্য অন্য এক সংস্থাকে ভাড়া করছে নাডা। খরচ কমানোর জন্য।

সব মিলিয়ে প্রস্তুতি জোরকদমে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল