অ্যাপশহর

হরমনপ্রীতরা কাজের কাজ করলেন, এবার করুন ঝুলনরা

শেষ এক ধাপ। শক্ত ধাপ সন্দেহ নেই। তবে এমন দৃঢ়ভাবে পা বাড়িয়ে রাখলেন মিতালি-হরমনপ্রীতরা, যে ফাইনালে গাঢ় নীল জার্সির বিরুদ্ধে আকাশি জার্সির লড়াই দেখা যেতেই পারে।

Ei Samay 20 Jul 2017, 9:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শেষ এক ধাপ। শক্ত ধাপ সন্দেহ নেই। তবে এমন দৃঢ়ভাবে পা বাড়িয়ে রাখলেন মিতালি-হরমনপ্রীতরা, যে ফাইনালে গাঢ় নীল জার্সির বিরুদ্ধে আকাশি জার্সির লড়াই দেখা যেতেই পারে। একেবারে মন্থর শুরু থেকে ৪২ ওভারে ২৮১ রানে পৌঁছানোর ‘রূপকথায়’ একাধারে নায়িকা হরমনপ্রীত কউর। আবার তিনি ভিলেনও। ভিলেন অবশ্য অস্ট্রেলিয়ার বোলারদের কাছে!
EiSamay.Com brilliant ton by harmanpreet kaur india post 281 runs on board
হরমনপ্রীতরা কাজের কাজ করলেন, এবার করুন ঝুলনরা


২৫ ওভারে ১০১ রানে ৩ উইকেট হারিয়ে তখন খানিকটা ব্যাকফুটে ভারত। সদ্য মিতালি রাজ ফিরেছেন। উইকেটে আছেন সেট হয়ে যাওয়া সহ-অধিনায়ক হরমনপ্রীত কউর এবং দীপ্তি শর্মা। একার হাতে অজি বোলারদের দফারফা করে ছাড়লেন হরমনপ্রীত। ১১৫ বলে ১৭১ অপরাজিত রানের ইনিংসে ২০টি চার এবং ৭টি বিরাট ছক্কা হাঁকালেন। চতুর্থ উইকেটে দীপ্তি শর্মার সঙ্গে ১৩৭ রানের পার্টনারশিপে সিংহভাগ রান তাঁরই।

দীপ্তি ফিরতে বেদা কৃষ্ণমূর্তিকে সঙ্গে নিয়ে শেষ ৩.২ ওভারে ৪৩ রান যোগ করেন হরমনপ্রীত। মেয়েদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের বিচারে এ মূহুর্তে ৫ নম্বরে রয়েছেন তিনি। যদি পায়ের পেশিতে টান না লাগত তবে হয়তো ৩ বা ২ নম্বরে শেষ করতে পারতেন। সিনিয়র ক্রিকেটার হিসাবে একা দায়িত্ব নিয়ে দলকে নিয়ে গেলেন জেতার মতো স্কোরে। এক সময় যেখানে ২১০-২২০ রান হতে পারে মনে হচ্ছিল, সেখান থেকে ২৮১ রানে পৌঁছানোর কারিগর হরমনপ্রীতই। প্রাথমিক কাজ সারা। এ বার বাকি কাজ সারতে হবে বোলারদের।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল