অ্যাপশহর

ফাইনালে পাক-বধ করে কাপ জয়, দৃষ্টিহীনদের ক্রিকেটেও বিশ্বসেরা ভারত

৯৩ রান করে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুনীল রমেশ

EiSamay.Com 20 Jan 2018, 8:01 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: একে বিশ্বকাপ জয়! তার উপর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে। এভাবেই ২২ গজে ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় ক্রিকেটাররা। না বিরাট কোহলি, রোহিত শর্মাদের কথা হচ্ছে না। কথা হচ্ছে ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেটারদের। যাঁরা পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপ জয় করেছেন।
EiSamay.Com blind cricket world cup india beat pakistan by 2 wickets to lift title
ফাইনালে পাক-বধ করে কাপ জয়, দৃষ্টিহীনদের ক্রিকেটেও বিশ্বসেরা ভারত


সারজায় দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে টসে জিতে ফিল্ডিং নেয় ভারত। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রান করে পাকিস্তান। ৪০ ওভারে ভারতের টার্গেট ছিল ৩০৯।
#BlindCricketWorldCup final: Pakistan 123/2 in 18 overs #INDvsPak 🇮🇳 🇵🇰 pic.twitter.com/15PZ2b7Sbx — Doordarshan News (@DDNewsLive) January 20, 2018 ব্যাট করতে নেমে প্রথমে কিছু উইকেট হারালেও, হাল ভারতের ধরেন সুনীল রমেশ। ৯৩ রান করে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সঙ্গী হিসেবে পান ৬৩ রান করা অধিনায়ক অজয় তিওয়ারিকে।

গতবারের চ্যাম্পিয়ন ভারত এবারের বিশ্বকাপ জেতার সঙ্গে সঙ্গে নয়া রেকর্ড করেছে। দৃষ্টিহীনদের ক্রিকেটে ২বার বিশ্বকাপ জেতা দলের মধ্যে পাকিস্তানের সঙ্গেই এবার শিরোপা ভাগ করে নিল ভারত। ট্যুইটারে ক্রিকেটাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Congratulations to our cricket team for winning the 2018 Blind Cricket World Cup! They make the nation proud and inspire every Indian with their game as well as phenomenal attitude. True champions! — Narendra Modi (@narendramodi) January 20, 2018
খবরটি ইংলিশে পড়তে ক্লিক করুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল