অ্যাপশহর

BCCI : রোহিতের থেকে অধিনায়কত্ব ছিনিয়ে নিচ্ছে বোর্ড? ঘুরছে নতুন নাম

India National Cricket Team : ভারতীয় ক্রিকেটে তিন ফর্ম্যাটে তিন অধিনায়কের দাবি দীর্ঘদিনের। কিন্তু বোর্ড তাতে মান্যতা দেয়নি। এবার সেটাই হতে চলেছে। রোহিতকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন অধিনায়ক আনা হচ্ছে।

Produced byনবীন পাল | EiSamay.Com 13 Nov 2022, 1:51 pm

হাইলাইটস

  • ভারতীয় ক্রিকেটে তিন ফর্ম্যাটে তিন অধিনায়কের দাবি দীর্ঘদিনের। কিন্তু বোর্ড তাতে মান্যতা দেয়নি।
  • এবার সেটাই হতে চলেছে।
  • রোহিতকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন অধিনায়ক আনা হচ্ছে।
Pakistan vs England : বিশ্বকাপ ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাকিস্তান বনাম ইংল্যান্ড
ভারতীয় ক্রিকেটে তিন ফর্ম্যাটে তিন অধিনায়কের দাবি দীর্ঘদিনের। কিন্তু সেটা হয়নি। এক অধিনায়ক নীতিতেই বিশ্বাস করে এসেছে BCCI। গত বছর বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার পর দাবিটা জোরালো হয়, কিন্তু রোহিত শর্মার হাতেই তিন ফর্ম্যাটের দায়িত্ব দেওয়া হয়। যদিও তাঁর অনুপস্থিতিতে একাধিক নতুন মুখকে অধিনায়ক করা হয়েছে। তবে পূর্ণ সময়ের অধিনয়াক হিসেবে রোহিতই আছেন। বিশ্বের বাকি দেশগুলো যখন দুই বা তিন অধিনায়কে ঝুঁকছে সেখানে ভারতের এই পদক্ষেপ আলোচনায় এসেছে। ২০২২ সালে এশিয়া কাপের পর টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর এবার শোনা যাচ্ছে আলাদা অধিনায়কের পথে হাঁটতে পারে BCCI। এরফলে যেমন প্লেয়ারদের উপর থেকে চাপ কমবে, তেমনই নতুন অধিনায়ক আসায় দলের খেলায় পরিবর্তনও হবে।
Rohit Sharma Hardik Pandya : বিশ্বকাপে ব্যর্থতার জের, রোহিতকে ছেঁটে নয়া অধিনায়ক বাছার পথে বোর্ড!
বিশ্বকাপে ব্যর্থতার পর ভারতীয় দলে পরিবর্তনের আওয়াজ। বিভিন্ন মহল থেকে দলে পরিবর্তনের দাবি তোলা হয়েছে। নির্বাচক থেকে শুরু করে অধিনায়ক সবকিছুইতেই পরিবর্তনের পথে BCCI। এবার আরও একধাপ এগিয়ে একাধিক অধিনায়কেই ঝুঁকতে চলেছে BCCI। সূত্রের খবর, এবার সাদা বলের ক্রিকেটে দুই অধিনায়ক আনতে চলেছে বোর্ড। সেক্ষেত্রে ওডিআই অধিনায়ক থাকছেন রোহিত শর্মা ও টি-২০ তে অধিনায়ক হচ্ছে হার্দিক পান্ডিয়া। টেস্টে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। ২০২৩ সালের জানুয়ারি মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকেই এই দুই অধিনায়কত্ব চালু করা হবে। জানুয়ারি মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ওডিআই ও ৩টে টি-২০ ম্যাচ খেলবে ভারত।
Sourav Ganguly : ফের বিশ্বকাপে ব্যর্থ ভারত, সৌরভের অভাবকেই দায়ী করছেন প্রাক্তন পাক তারকা
এক বোর্ড কর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ‘এখনই নিশ্চিত নয় কিন্তু আমরা ওডিআই ও টি-২০ তে আলাদা অধিনায়ক করার ব্যাপারে কাজ করছি। এরফলে একজনের উপর থেকে চাপ কমবে। আমাদের টি-২০ তে নতুন করে নামতে হবে। ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ আছে ফলে সেখানে পরিবর্তন আনছি না।’

রোহিত শর্মার কাছে কী বার্তা দিতে চায় বোর্ড?
বিশ্বকাপে ভারতের পারফরমেন্সে খুশি নয় BCCI। ফলে রোহিতের দায়িত্ব কমিয়ে দেওয়া নিঃসন্দেহে একটা বার্তা। এরসঙ্গে আছে রোহিতের বয়স। যা টি-২০ সুলভ নয়। এইজন্য ২০২৪ সালের প্রস্তুতিতে এখন থেকেই লেগে পড়ছে BCCI। যদিও এই যুক্তি মানতে নারাজ বোর্ড কর্তারা। তাদের গলায় চাপ কমানোর সুর। নতুন রক্তকে দলে সুযোগ দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন।
কিছুদিনের মধ্যেই বিরাট কোহলি, রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসবে BCCI।
লেখকের সম্পর্কে জানুন
নবীন পাল
ছোট থেকে খবরের প্রতি ভালোবাসাই সাংবাদিক হতে সাহায্য করেছে। ২০১৪ সাল থেকে সাংবাদিকতায় হাতেখড়ি। বড় ময়দানে ২০১৭ সালে। ETV ভারত, মাইক্রোসফট নিউজ ঘুরে এখন এই সময় ডিজিটালের হয়ে চার-ছয় মারছেন, কয়েকটা বাইসাইকেল কিকও হয়েছে। ফুটবল-ক্রিকেট-টেনিস থেকে অ্যাথলেটিক্স সহ খেলার দুনিয়ার সবকিছু দেখা ও তা নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসেন। অবসর সময়ের সঙ্গী বই। আর এক নেশা আবৃত্তি।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল