অ্যাপশহর

মুম্বইয়ের সামনে চনমনে বাংলা

অজিত ওয়াদেকর, সুনীল, সচিন তেন্ডুলকর তো অনেকূরের ব্যাপার, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানেও বা নেই অমল মুজুমদারের মতো ক্রিকেটের কোনও রান মেশিন৷সোজা কথায়, আজ রঞ্জিতে বাংলার মুম্বইয়ের নামের পাশে চ্যাম্পিয়ন থাকতে পারে, কিন্ত্ত নেই তারকাদের মুম্বইয়ের প্রথম এগারো আলো করে শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, তারে, শার্দূল ঠাকুর, ধবলুলকার্নিরা৷ দেখে মজা লাগতে পারে, মতো মুম্বইয়ের কোনও টেস্ট নেই৷

EiSamay.Com 29 Nov 2016, 9:57 am
এই সময় : অজিত ওয়াদেকর, সুনীল, সচিন তেন্ডুলকর তো অনেকূরের ব্যাপার, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানেও বা নেই অমল মুজুমদারের মতো ক্রিকেটের কোনও রান মেশিন৷
EiSamay.Com bengal is more enthusiastic in front of mumbai
মুম্বইয়ের সামনে চনমনে বাংলা


সোজা কথায়, আজ রঞ্জিতে বাংলার মুম্বইয়ের নামের পাশে চ্যাম্পিয়ন থাকতে পারে, কিন্ত্ত নেই তারকাদের মুম্বইয়ের প্রথম এগারো আলো করে শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, তারে, শার্দূল ঠাকুর, ধবলুলকার্নিরা৷ দেখে মজা লাগতে পারে, মতো মুম্বইয়ের কোনও টেস্ট নেই৷

আসলে আজ থেকে নাগপুরের সিভিল মাঠে বাইশ গজের যুদ্ধে নতুন বাংলা-মুম্বই৷ সেই নতুনদের ভিড়ে নতুন মুখ হয়ে উঠতে পারেন, অভিষেক রমন৷ সোমবার নাগপুরে শিবিরে ফোন করে যা ইঙ্গিত পাওয়া, তাতে আজ রঞ্জি অভিষেক হতে পারে বাইশের অভিষেকের৷ এবং সেটা ওপেনার হিসেবে৷

সব কিছু ঠিকঠাক চললে অভিমন্যু সঙ্গে ওপেন করতে দেখা যেতে সিকে নাইডু ট্রফিতে ভালো পারফরম্যান্স নজরকাড়া অভিষেককে৷ বসতে পারেন অর্ডার ব্যাটসম্যান পঙ্কজ সাউ৷ গতুম থেকে অস্থায়ী ওপেনার পজিশনে পাকা করে ফেলা সায়নশেখর মন্ডল আসতে পারেন লোয়ার অর্ডারে৷

নাগপুরের উইকেটে ঘাস রয়েছে বলে বাড়তি ভূমিকা থাকবে৷ সেখানেুম্বইয়ের দুই পেসার শার্দূল ঠাকুর ও ধবলুলকার্নি মাথাব্যথার কারণ হতে পারেন৷

অবশ্য সেটা লাহলির মতো শুধুই সবুজ তবে উইকেট নয়, বাংলার টিম বেশি ভাবনা সাম্প্রতিক র্‌৷ লাহলিতে বরোদার কাছে হারের আগে তামিলনাড়ুর কাছেও পয়েন্ট খোয়াতে হয়েছে বাংলাকে৷ ব্যাটসম্যানদের জন্যই নাগপুরে টিমের সঙ্গে রয়েছে ভিশন ২০২০ -র কোচ ভিভিএস লক্ষ্মণ৷

সেটাই যেন বাড়তি সুবিধে৷ অন্তত বাংলার ক্যাপ্টেন মনোজ তিওয়ারির কথায় তেমন ইঙ্গিত৷ মনোজ বলেছেন, ‘লক্ষ্মণ স্যর আমাদের সঙ্গে বসেছিলেন৷ সেখানে বড় ইনিংস গড়তে গেলে কী রকম গেমপ্লান হতে পারে তা নিয়ে আলোচনা হয়৷’ শুধু মনোজই নন, এ বাংলা ক্রিকেটের প্রতিশ্রীতিমান অগ্নিভ পালের গলাতেও লক্ষ্মণের কথা , ‘উনি অনেক ট্যাকটিক্যাল ইনপুট দিয়েছেন৷ আর দেখিয়েছে, আমাদের কোথায় ভুল হচ্ছে৷’অবশ্য সেই অর্থে বড় তারকা না থাকলেও মুম্বই যথেষ্ট শক্তিশালী টিম৷ সবচেয়ে বড় কথা ২৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে৷ সেখানে ১৬ পয়েন্টে দাঁড়িয়ে থাকা বাংলা রয়েছে পাঁচ নম্বরে৷ এই ম্যাচ তিন পয়েন্ট না পেলে শেষ আটের স্বপ্ন আরও দূরে সরে যেতে পারে৷

এ সবের সঙ্গে যোগ হয়েছে নতুন বিতর্ক৷

রঞ্জিতে বাংলা -গুজরাত ম্যাচের পরিবর্তিত সূচি নিয়ে ক্ষোভ রয়েছে মুম্বই ক্রিকেট সংস্থার৷ যা মোটেও ভালোভাবে নেয়নি বাংলা শিবির৷ মুখে কিছু না বললেও চাপা ক্ষোভ আছেই৷ তাই যতই তারকা না থাকুন , মনোজ -শার্দূলদের যুদ্ধ অন্য মাত্রা পেতেই পারে৷

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল