অ্যাপশহর

'দলে সুযোগ পেয়েছি, এবার মাঠে নামার অপেক্ষা', উচ্ছ্বসিত মন্তব্য রিচার

এই সময় ডিজিটালকে ফোনে রিচা বললেন, 'এটা আমি আশা করেছিলাম। সেকারণেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এসে অনুশীলন করছি। গত বছর আমি টি-২০ বিশ্বকাপে খেলেছি। এবার আশা করছি, সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।'

Lipi 24 Aug 2021, 9:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: টি-২০ ফরম্যাটে ভারতীয় ক্রিকেট দলে ইতিপূর্বেই সুযোগ পেয়েছিলেন বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান রিচা ঘোষ। তবে এবার তিনি টেস্ট এবং একদিনের ক্রিকেট দলেও সুযোগ পেয়ে গেলেন। আজই ভারতীয় ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়া সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে তিনটে ফরম্যাটেই সুযোগ পেয়েছেন রিচা। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছেন বাংলার এই ক্রিকেটার। এই খবর কানে আসতেই, তিনি রীতিমতো উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
EiSamay.Com Richa Ghosh
বাংলার ক্রিকেটার রিচা ঘোষ, ছবি সৌজন্য - টুইটার


এই সময় ডিজিটালকে ফোনে রিচা বললেন, 'এটা আমি আশা করেছিলাম। সেকারণেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এসে অনুশীলন করছি। গত বছর আমি টি-২০ বিশ্বকাপে খেলেছি। এবার আশা করছি, সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'ইংল্যান্ড সফর আমার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে। সেইসময় টেস্ট দলের অন্য দিদিদের সঙ্গে আমি ড্রেসিংরুম শেয়ার করেছি। ফলে টেস্ট এবং একদিনের ম্যাচে একজন ক্রিকেটারের থেকে দল কী প্রত্যাশা করে, সেটা আমি খুব ভালো করেই জানি। সেকথা মাথায় রেখেই আমি খেলার চেষ্টা করব।'

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই সফরে ভারতীয় ক্রিকেট দল একটি টেস্ট ম্যাচ, একদিনের এবং টি-২০ ম্যাচের সিরিজ খেলবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে এই দ্বিপাক্ষিক টুর্নামেন্ট। ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ এবং একদিনের ক্রিকেট সিরিজে অধিনায়কত্ব করবেন মিতালি রাজ। হরমনপ্রীত কৌর টি-২০ সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন।

অস্ট্রেলিয়ার পারথে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথম দিন-রাতের টেস্ট খেলবে ভারতীয় ক্রিকেট দল। ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই ম্যাচ আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।

রিচা বললেন, 'ঝুলনদি (গোস্বামী) এবং মিতালিদি (রাজ) আমাকে সবসময় গাইড করেন। এটা আমার কাছে অবশ্যই একটা প্লাস পয়েন্ট। মাঠে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করব। দলে তো সুযোগ পেয়েছি, এবার শুধু মাঠে নামার অপেক্ষা।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল