অ্যাপশহর

বিশ্বকাপের আগে টি-২০ সিরিজ খেলতে ভারত সফরে অস্ট্রেলিয়া

গত বছর টি-২০ ক্রিকেট বিশ্বকাপে একেবারে জঘন্য পারফরম্যান্স করেছিল ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হারার পর তাদের মনোবলটাই একেবারে ভেঙে যায়। এরপর টিম ইন্ডিয়া আর গ্রুপ পর্যায়ের গণ্ডিও টপকাতে পারেনি। এবার যেহেতু ক্যাঙারুদের দেশে টি-২০ বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে, তাই হোমওয়ার্কও সেভাবেই সারতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Produced byকৌশিক বিশ্বাস | Lipi 10 May 2022, 1:48 pm
চলতি বছরের শেষের দিকেই আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup)। গত বিশ্বকাপের লজ্জাজনক অবস্থা যাতে আর না হয়, সেটার জন্য প্রস্তুতিতে কোনও কার্পণ্য রাখতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সেই লক্ষ্যে বিশ্বকাপের আগে সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার সঙ্গে টি-২০ সিরিজ (India vs Australia T20 series) খেলবে ভারত। ঘরের মাঠেই হবে সিরিজ। অস্ট্রেলিয়ার এক সংবাদ সংস্থার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপের আগে একাধিক সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। যার মধ্যে রয়েছে জিম্বাবোয়ে, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। হোম এবং অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে খেলা হবে। সেই তালিকায় এবার যোগ হল ভারত।
EiSamay.Com India Main (11)
আগামী সেপ্টেম্বর মাসে আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ

Anushka Sharma-র সঙ্গে জিমে গা ঘামাচ্ছেন Virat Kohli, ভাইরাল হল ভিডিয়ো
জানা গিয়েছে, তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলা হবে সেপ্টেম্বরে। অস্ট্রেলিয়ার সঙ্গে টি-২০ সিরিজ খেলার পর অস্ট্রেলিয়ায় উড়ে যাবে রোহিতরা। অক্টোবর-নভেম্বর মাসে আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপ। যেহেতু অস্ট্রেলিয়ার মাটিতে এবারের বিশ্বকাপ হবে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলা কতটা প্রাসঙ্গিক, তা নিয়ে প্রশ্ন তুলছেন একাংশ।
"পৃথিবী তো আর ধ্বংস হয়ে যাবে না!" CSK-র প্লেঅফ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য MS Dhoni-র
গত টি-২০ বিশ্বকাপ দাপটের সঙ্গে জিতেছে অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। যদিও অস্ট্রেলিয়া এবং ভারতের হেড টু হেড বিচারে এগিয়ে রয়েছে ভারত। গত ১২টা টি-২০ ম্যাচ জিতেছে ভারত। শেষবার ২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-২০ সিরিজ খেলেছিল তারা। বিরাটের নেতৃত্বাধীন দল যেখানে ২-১ ব্যবধানে জয়লাভ করে।
“বিজ্ঞাপন নয়, খেলায় মন দাও,” ভিডিয়ো শেয়ার করে ব্যাপক ট্রোলড Virat Kohli
IPL শেষ হলেই ভারতের মাটিতে সিরিজ খেলতে আসবে দক্ষিণ আফ্রিকা। পাঁচটা টি-২০ খেলবে তারা। এরপর ভারত যাবে আয়ারল্যান্ড সফরে যেখানে খেলা হবে দুটি টি-২০। তারপর ইংল্যান্ডে একটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচটি গত বছর করোনার কারণে পিছিয়ে গিয়েছিল। জুলাই মাসে ইংল্যান্ডে তিনটে টি-২০ ও তিনটি ODI সিরিজ খেলবে ভারত। সেপ্টেম্বরে ভারত সফরে আসবে অস্ট্রেলিয়া অর্থাৎ বিশ্বকাপের আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না BCCI। IPL শেষ হলেই ঠাসা ক্রীড়াসূচির মধ্যে দিয়ে যেতে হবে রোহিত শর্মাদের। এই ঠাসা সূচির মধ্যে থেকে বিশ্বকাপের জন্য সঠিক দল বেছে নেবেন নির্বাচকরা। ফলে নতুন প্লেয়াররা সুযোগ পেতে পারেন বলেই মনে করা হচ্ছে। বিশ্বকাপের আগে বিরাট কোহলির কাছেও সুযোগ থাকবে ফর্মে ফেরার।
''সচিনকে ২০০ করতে দেওয়াই যেত!'' দ্রাবিড়ের সেই সিদ্ধান্ত এখনও মানতে পারেননি যুবরাজ
বিশ্বকাপ শেষ হয়ে গেলে ২০২৩ সালে অস্ট্রেলিয়া টেস্ট দল ভারত সফরে আসবে। যেখানে খেলা হবে চারটি টেস্ট ম্যাচ। আশা করা হচ্ছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আয়োজিত হবে এই টেস্ট সিরিজ‌।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল