অ্যাপশহর

ভারতীয় দলের জন্য পেশাদার ম্যানেজার চাইছে CoA

আলাদা ভাবে আর ম্যানেজার নিয়োগ না করে দলের সঙ্গে বোর্ডেরই কোনও কর্তাকে ম্যানেজার হিসাবে পাঠানোর নিয়মে বিরক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (CoA)।

EiSamay.Com 4 Jul 2017, 2:07 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আলাদা ভাবে আর ম্যানেজার নিয়োগ না করে দলের সঙ্গে বোর্ডেরই কোনও কর্তাকে ম্যানেজার হিসাবে পাঠানোর নিয়মে বিরক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (CoA)। নিয়মে বদল আনতে খুব শীঘ্রই পেশাদার ম্যানেজার নিয়োগ করতে বিজ্ঞাপন দিতে চলেছে বোর্ড।
EiSamay.Com bcci to appoint professional manager for team india soon
ভারতীয় দলের জন্য পেশাদার ম্যানেজার চাইছে CoA


হঠাৎ কেন এই বদলের ভাবনা?

দল যখনই কোনও বিদেশ সফরে যায়, তখন দলের সঙ্গে একজন ম্যানেজারও যান। প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় যে এই ম্যানেজাররা বেশিরভাগ বোর্ডেরই কোনও কর্তা বা কর্মচারী হন। ‘পাইয়ে দেওয়া’র নীতি মেনে বহু দিন ধরে এটাই দস্তুর BCCI-এর। ফলে বর্তমান ব্যবস্থায় খুশি হতে পারছে না কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ধাঁচে অন্তত ২ বছরের জন্য পেশাদার ম্যানেজার নিয়োগ করার পক্ষেই সায় দিয়েছেন কমিটির সদস্যরা।

এর পেছনে অবশ্য কারণও রয়েছে। প্রাক্তন কোচ অনিল কুম্বলে নিজের পদত্যাগ পত্রে পরিষ্কার ভাষায় উল্লেখ করেন, অধিনায়ক বিরাট কোহলি তাঁর কোচিং স্টাইল পছন্দ করছেন না। দলের মধ্যে নাকি ফিল গুড ফ্যাক্টর কোথাও হারিয়ে যাচ্ছে কুম্বলের তত্ত্বাবধানে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর ম্যানেজার নিজের রিপোর্টে কোচ-অধিনায়কের মধ্যের কোনও কথাই উল্লেখ করেননি। এটা দেখার পরই পেশাদার ম্যানেজার নিয়োগের সিদ্ধান্তে সিলমোহর দেন তাঁরা।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল