অ্যাপশহর

BCCI : পুত্রবধূ মায়ান্তি ল্যাঙ্গারকে নিয়ে বিতর্কে, বোর্ড প্রেসিডেন্ট বিনির বিরুদ্ধে বড়সড় অভিযোগ

BCCI-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন একমাসের কিছু বেশি হয়েছে। এরমধ্যেই স্বার্থের সংঘাতের অভিযোগ উঠল রজার বিনির বিরুদ্ধে। BCCI-এর পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনা হয়েছে। পুত্রবধূ মায়ান্তি ল্যাঙ্গারের জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে খবর। ২০ ডিসেম্বরের মধ্যে তাঁকে উত্তর দিতে বলা হয়েছে BCCI-এর পক্ষ থেকে বলে খবর।

Produced byনবীন পাল | EiSamay.Com 29 Nov 2022, 8:50 pm

হাইলাইটস

  • BCCI-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন একমাসের কিছু বেশি হয়েছে। এরমধ্যেই স্বার্থের সংঘাতের অভিযোগ উঠল রজার বিনির বিরুদ্ধে।
  • BCCI-এর পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনা হয়েছে।
  • পুত্রবধূ মায়ান্তি ল্যাঙ্গারের জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে খবর।
অবশেষে মুখ খুললেন, কী বললেন সৌরভ
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় BCCI-এর প্রেসিডেন্ট হয়েছেন ভারতের প্রাক্তন বিশ্বজয়ী রজার বিনি। ১৮ অক্টোবর সরকারিভাবে তিনি দায়িত্ব নেন। আর দায়িত্ব নেওয়ার একমাসের কিছু সময়ের মধ্যে বিপাকে বিনি। তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনল BCCI। বোর্ডের এথিক্স অফিসার বিনিত শরন তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের নোটিশ জারি করেছেন। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আসল অভিযোগ আনেন সঞ্জীব গুপ্ত। ২০ ডিসেম্বরের মধ্যে তাঁরে উত্তর দিতে বলা হয়েছে। জানা গেছে তাঁর পুত্রবধূ মায়ান্তি ল্যাঙ্গারের জন্যই স্বার্থের সংঘাতের অভিযোগ আনা হয়েছে। এই নোটিশের ব্যাপারে বিনি কোনও মন্তব্য করেননি। মায়ান্তি ল্য়াঙ্গারের পক্ষ থেকেও কোনও মন্তব্য করা হয়নি।
Ravindra Jadeja : জাতীয় দলে আনফিট, ভোটের ময়দানে চুটিয়ে প্রচার রবীন্দ্র জাদেজার
সংবাদসংস্থায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিনির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাঁর পুত্রবধূর জন্য। ক্রীড়া সঞ্চালক মায়ান্তি ল্যাঙ্গার বর্তমানে স্টার স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ। ফলে স্টার স্পোর্টসের অনুষ্ঠান সঞ্চালনা করেন তিনি। আর BCCI-এর সঙ্গে হোম সিরিজ ও ঘরোয়া ম্যাচ সম্প্রচারের স্বত্ত্ব রয়েছে স্টার স্পোর্টসের। এতেই স্বার্থের সংঘাতের অভিযোগ তুলেছেন সঞ্জীব গুপ্ত।
BCCI : বিশ্বকাপে ভরাডুবির শাস্তি! দ্রাবিড়ের 'ডান হাত'কে ছেঁটে ফেলল BCCI
রজার বিনিকে পাঠানো নোটিশে লেখা হয়েছে, ‘আপনাকে জানানো যাচ্ছে যে আপনার বিরুদ্ধে আইনের ৩৯(২)(b) ধায়ার অভিযোগ দায়ের করা হয়েছে। আপনার বিরুদ্ধে বোর্ডের নিয়মের ৩৮(১)(i) ও ৩৮(২) ধারা ভঙ্গের অভিযোগ আনার হয়েছে। আপনাকে ডিসেম্বরের ২০ তারিখের মধ্যে লিখিতভাবে অভিযোগে জবাব দিতে হবে।’
India National Cricket Team : 'কাউকে বিশ্রাম দিও না', প্লেয়ারদের ফর্মে ফেরাতে কড়া দাওয়াই গাভাস্করের
বিনির করণীয়
ক্রিকেট মহলের মতে, রজার বিনির কাছে করণীয় রয়েছে কয়েকটি। প্রথমটি হল, তিনি বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে সরে যেতে পারেন। যেটার সম্ভবনা নেই বললেই চলে। অপরটি হল স্টার স্পোর্টসের বিচ্ছেদ ঘটাতে পারেন মায়ান্তি ল্যাঙ্গার। এক্ষেত্রে তিনি কী করেন সেটাই দেখার।
Mayanti Langer Roger Binny : BCCI প্রেসিডেন্ট রজার বিনি, শ্বশুরের সাফল্যে 'স্পিকটি নট' ময়ান্তি
১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি হলেন প্রথম BCCI প্রেসিডেন্ট যিনি বিশ্বকাপ জিতেছেন। তিনি হলেন ৩৬ তম প্রেসিডেন্ট। অতীতে তিনি কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান ছিলেন। নিজের ক্রিকেট কেরিয়ারে তিনি ২৭টা টেস্ট ও ৭২টা ওডিআই খেলেছেন।
Roger Binny BCCI : ভারতীয় ক্রিকেটের 'অজাতশত্রু', আদ্যোপান্ত ভদ্রলোকের ঘাড়ে জেন্টেলম্যানস গেমের ভার
অন্যদিকে মায়ান্তি ল্যাঙ্গার এই মুহূর্তে ভারতের অন্যতম জনপ্রিয় ক্রীড়া সঞ্চালিকা। IPL হোক বা আন্তর্জাতিক ক্রিকেট সবেতেই তাঁকে দেখা যায়। মাঠে নেমে ক্রিকেটের অনুষ্ঠান সঞ্চালনা থেকে শুরু করে স্টুডিওতে বসে তিনি ম্যাচ বিশ্লেষণও করে থাকেন। অন্যদিকে রজার বিনির পুত্র স্টুয়ার্ট বিনি প্রাক্তন ক্রিকেটার। অতীতে রজার বিনি যখন ভারতীয় দলের নির্বাচক ছিলেন তখন তাঁর বিরুদ্ধেও নিজের ছেলেকে সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছিল, তারপর অবশ্য তিনি পদত্যাগ করেন।
লেখকের সম্পর্কে জানুন
নবীন পাল
ছোট থেকে খবরের প্রতি ভালোবাসাই সাংবাদিক হতে সাহায্য করেছে। ২০১৪ সাল থেকে সাংবাদিকতায় হাতেখড়ি। বড় ময়দানে ২০১৭ সালে। ETV ভারত, মাইক্রোসফট নিউজ ঘুরে এখন এই সময় ডিজিটালের হয়ে চার-ছয় মারছেন, কয়েকটা বাইসাইকেল কিকও হয়েছে। ফুটবল-ক্রিকেট-টেনিস থেকে অ্যাথলেটিক্স সহ খেলার দুনিয়ার সবকিছু দেখা ও তা নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসেন। অবসর সময়ের সঙ্গী বই। আর এক নেশা আবৃত্তি।... আরও পড়ুন

পরের খবর