অ্যাপশহর

WTC Final : ভারত নয়, আজ নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখছেন মহারাজ!

ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট খেলেছে নিউজিল্যান্ড। এই কারণে কিউয়িদের এগিয়ে রাখছেন সৌরভ (Sourav Ganguly)। মাঠে নামার আগে বিরাট কোহলিদের মূল্যবান পরামর্শ দিয়েছেন তিনি।

Lipi 18 Jun 2021, 8:34 am
এইসময় ডিজিটাল ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শুক্রবার থেকে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (world test championship final) খেলতে নামছে ভারত। মাঠে নামার আগে বিরাট কোহলিদের মূল্যবান পরামর্শ দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে ফাইনালে নিউজিল্যান্ডকে এগিয়ে রেখেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।
EiSamay.Com World Test Championship Final Sourav Ganguly
আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল


ম্যাচের আগে কোহলিদের কী পরামর্শ দিয়েছেন সৌরভ?‌ সাউদাম্পটনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তা সত্ত্বেও টসে জিতলে কোহলিদের প্রথমে ব্যাট করার পরামর্শ দিয়েছেন সৌরভ। তিনি বলেন, ‘রেকর্ড বইয়ের দিকে তাকালে দেখা যাবে, বিদেশের মাটিতে আমরা সব সময় প্রথমে ব্যাটিং করেই জিতেছি। চতুর্থ ইনিংসে চাপ নেওয়ার থেকে এটাই সেরা উপায়। ২০০২ লিডস টেস্ট কিংবা ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে বোলিং সহায়ক পরিবেশেও আমরা প্রথমে ব্যাট করেছিলাম। প্রাথমিক চাপ সামলে বড় রান তুলে দুটো টেস্টেই জিতেছিলাম। মার্ক টেলর, স্টিভ ওয়াও অস্ট্রেলিয়ার অধিনায়ক থাকার সময় সিমিং পরিবেশেও প্রথমে ব্যাট করত। কোনও কোনও ম্যাচে অবশ্য ব্যতিক্রম ছিল। আবহাওয়ার কথা না ভেবে কোহলিদের প্রথমে ব্যাট করা উচিত।’‌

সৌরভ আরও বলেন, ‘‌বড় রান তুললে বিপক্ষকে চাপে ফেলা যায়। ইংল্যান্ডে টেস্টে লড়াই করতে গেলে ৩০০–৩৫০ রান জরুরি। আশা করছি সেটা মাথায় রেখে ভারত ব্যাট করবে। রোহিত শর্মা ও শুভমান গিলকে ভাল শুরু করতে হবে। ওদের অন্তত ২০ ওভার ক্রিজে থাকতে হবে। যাতে বলটা পুরনো হয়ে যায়। তাহলে পুজারা, কোহলি, ঋষভদের কাজ সহজ হয়ে যাবে। আমাদের সময়ে শেহবাগ, আকাশ চোপড়ারা যে কাজটা করত, রোহিত–শুভমানদের সেই কাজ করতে হবে। কিন্তু ৩০ রানের মধ্যে ২ উইকেট পড়ে গেলে মিডল অর্ডারের কাজ কঠিন হয়ে যাবে।’‌

ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট খেলেছে নিউজিল্যান্ড। এই কারণে কিউয়িদের এগিয়ে রাখছেন সৌরভ। তিনি বলেন,‘‌ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে ‌নিউজিল্যান্ড মানিয়ে নিয়েছে। তার ওপর সদ্য ইংল্যান্ডকে হারিয়েছে। তাও আবার উইলিয়ামসন, জেমিসন, সাউদিদের ছাড়াই। স্বাভাবিকভাবেই উইলিয়ামসনদের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। ফলে ভারত ভাল ক্রিকেট খেললেও নিউজিল্যান্ডকে হারানো সহজ হবে না। গত ৩০–৩৫ বছরে এটাই নিউজিল্যান্ডের সেরা দল।’‌

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল