অ্যাপশহর

WTC FINAL : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা BCCI-এর

আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচের জন্য বিসিসিআই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

EiSamay.Com 15 Jun 2021, 7:03 pm
এইসময় ডিজিটাল ডেস্ক : আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচের জন্য বিসিসিআই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
EiSamay.Com Indian Cricket Team
ভারতীয় ক্রিকেট দল, ছবি সৌজন্য - ইন্ডিয়া টাইমস

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে যে দল এই ম্যাচ জিতবে তারা ১.৬ মিলিয়ন ডলার আর্থিক পুরস্কার পাবেন। সেইসঙ্গে টুর্নামেন্ট জয়ের ট্রফিও রয়েছে।

যে দল টুর্নামেন্টের রানার্স আপ হবে, তাদের জন্য থাকছে ৮০০,০০০ মার্কিন ডলার আর্থিক মূল্যের পুরস্কার। প্রায় ২ বছর ধরে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এই প্রথমবার টেস্ট ক্রিকেটে কোনও বিশ্ব চ্যাম্পিয়ন দল নির্ধারিত হতে চলেছে। আইসিসির পক্ষ থেকে আজ একথা ঘোষণা করা হয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট খেলায় পরিবেশের সঙ্গে অনেকটাই মানিয়ে নিতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড। ভারতের সামনে অবশ্য সেই সুযোগ নেই। অনেক বিশেষজ্ঞ এই কারণে নিউজিল্যান্ডকে ফাইনালে ভারতের থেকে এগিয়ে রাখছেন। সৌরভ গাঙ্গুলি অবশ্য তাঁদের সঙ্গে একমত নন। অস্ট্রেলিয়া সফরের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের সময়ও অনেকে একই কথা বলেছিল। সবাই ভেবেছিল অস্ট্রেলিয়া জিতবে। ভারতই কিন্তু সিরিজ জিতেছিল। নিউজিল্যান্ডও ভালো দল। ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলছে। প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয় টেস্ট জিতেছে। সুতরাং দুই দলের মধ্যে দারুণ লড়াই হবে।’

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশের ৬ ক্রিকেটারকে ছাড়াই জিতেছে নিউজিল্যান্ড। গতিতে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উড়িয়ে দিয়েছেন ম্যাট হেনরি, নিল ওয়াগনাররা। ফলে বিরাট কোহলিদের কাছে কাজটা সহজ হবে না।

একনজরে ভারতীয় ক্রিকেট দল :
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল