অ্যাপশহর

অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের পরই পিতৃত্বকালীন ছুটিতে বিরাট, ফিরছেন সেই রোহিত শর্মাই!

অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা। সেই কারণেই অস্ট্রেলিয়া সফরে একটি টেস্ট খেলার পর ছুটির আবেদন করেছিলেন বিরাট কোহলি। সেই ছুটিই মঞ্জুর করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বাকি তিনটে টেস্টে রোহিত শর্মাই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছে।

EiSamay.Com 9 Nov 2020, 5:35 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করল BCCI। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পরই দেশে ফিরে আসবেন কিং কোহলি। এদিন একটি অফিশিয়াল ইমেলে বিষয়টি নিশ্চিত করা হল BCCI-এর তরফে। পাশাপাশিই সূত্রের খবর, টেস্টে ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা।
EiSamay.Com Virat Kohli and Rohit Sharma


এদিন অফিশিয়াল ইমেলে BCCI-এর তরফে লেখা হয়, '২৬ অক্টোবর সিলেকশন কমিটির যে মিটিং হয়েছিল, সেখানে দলের অধিনায়ক জানিয়েছিলেন যে, অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পরই তিনি দেশে ফিরে আসবেন। সেই মোতাবেক বিরাট কোহলি-র পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেই ভারতে ফিরে আসবেন বিরাট কোহলি।'

পাশাপাশিই সেই ইমেলে BCCI-এর তরফে আরও জানানো হয়েছে যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নির্বাচিত ভারতীয় দলে আরও কিছু রদবদল ঘটতে পারে। কারণ বেশ কিছু প্লেয়ারের চোট সারিয়ে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। বোর্ডের তরফে বলা হচ্ছে যে, কোন কোন প্লেয়ারকে আবার দলে নিয়ে আসা হবে, সেই তালিকা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

তবে এর মধ্যে সবথেকে বড় খবরটি হল, ভারতীয় দলে কামব্যাক করছেন রোহিত শর্মা। টেস্টেই ভারতীয় দলের জার্সি গায়ে খেলবেন রোহিত শর্মা। সূত্রের খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের অনুপস্থিতিতে টেস্টে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার সামলাবেন রোহিত শর্মাই। BCCI-এর তরফে বলা হচ্ছে যে, বোর্ড খুব ভালো ভাবেই রোহিত শর্মার হ্যামস্ট্রিংয়ে চোট লাগার বিষয়টি মনিটরিং করেছে। মঙ্গলবারই IPL ফাইনালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই ফাইনাল ম্যাচে রোহিত শর্মাই মুম্বইকে নেতৃত্ব দেবেন।

বোর্ডের তরফে ইমেলে রোহিত শর্মার ইনজুরি নিয়ে লেখা হয়েছে, 'রোহিতের ফিটনেস সংক্রান্ত বিষয় মনিটর করার পর অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটিকে সব কিছু জানিয়েছে বোর্ডের মেডিক্যাল টিম। মিস্টার শর্মার সঙ্গে আলোচনা করার পর তাঁকে আপাতত ODI এবং T20I-এর জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। ফুল ফিটনেস নিয়ে বর্ডার-গাভাসকার ট্রফিতে তিনি টেস্টে ভারতীয় দলে কামব্যাক করবেন।'

আরও পড়ুন: অজি সিরিজেও হয়তো অনিশ্চিত ঋদ্ধি

আইপিএল থেকে ছিটকে যাওয়ার পরই অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় ক্যাপ্টেন। ১২ নভেম্বর ভারতীয় দল দুবাই থেকে উড়ে যাবে সিডনি। তার আগে করোনার জন্য জৈব সুরক্ষায় ঢুকে পড়েছেন বিরাট। এ বারের অস্ট্রেলিয়া সফর নিয়ে কম আগ্রহ নেই। গত বার বিরাটরা জিতে ফিরেছিলেন। স্মিথ-ওয়ার্নারদের অজি টিম বদলা নেওয়ার জন্য মুখিয়ে আছে। বিরাট বনাম স্মিথ সিরিজের ক্যাচলাইন হতে চলেছে।

এ দিকে বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা। জানুয়ারির শুরুর দিকেই সন্তান হওয়ার কথা। যা মাথায় রেখে বিরাট ছুটির আবেদন জানিয়েছিলেন শেষ তিনটি টেস্ট থেকে। বোর্ডের এক কর্তা বলেছিলেন, 'বোর্ড মনে-প্রাণে বিশ্বাস করে, পরিবারের গুরুত্ব সবচেয়ে বেশি। অনুষ্কা যে হেতু সন্তানসম্ভবা, ওই সময় সন্তান জন্ম দেবে, বিরাট হয়তো দুটো টেস্ট থেকে সরে দাঁড়াতে পারে। সে ক্ষেত্রে প্রথম দুটো টেস্টের জন্যই পাওয়া যাবে ওকে।'

আরও পড়ুন: আপার কাটের রহস্য ফাঁস সচিনের

একই সঙ্গে বোর্ডের ওই কর্তার যুক্তি, 'অন্য সময় হলে, বিরাট সন্তান জন্মানোর সময় ফিরে আসত দেশে। তার পর আবার অস্ট্রেলিয়া ফিরে খেলতে পারত শেষ টেস্টটা। কিন্তু করোনা পরিস্থিতিতে তা তো সম্ভব নয়।' অস্ট্রেলিয়া সফরে ভারত তিনটি একদিনের ম্যাচ, তিনটি ওয়ানডে, দুটি প্র্যাকটিস ম্যাচ এবং চারটি টেস্ট ম্যাচ খেলবে। প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে চলবে এই ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। ২৭ নভেম্বর খেলা হবে ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল