অ্যাপশহর

‘সময় নষ্ট করবেন না’, লোধা সুপারিশ মানা নিয়ে BCCI-কে ‘সুপ্রিম’ ধমক

৩০ সেপ্টেম্বরের বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত অনুয়ায়ী সদস্য সংস্থাগুলিকে টাকা দেওয়া যাবে না।

EiSamay.Com 6 Oct 2016, 5:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আঁচ আগেই ছিল। হল তাই। শীর্ষ আদালতে ফের ধাক্কা খেল ক্রিকেট কন্ট্রোল বোর্ড অব ইন্ডিয়া। ৩০ সেপ্টেম্বরের বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত অনুয়ায়ী সদস্য সংস্থাগুলিকে টাকা দেওয়া যাবে না। সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি লোধা কমিটির সুপারিশ মানতে দেরি করা নিয়েও ধমক খেতে হল দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থাকে। আগামীকালের মধ্যে লোধা কমিশনের সুপারিশ মানা নিয়ে সিদ্ধান্ত জানাতে হবে বলে BCCI-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
EiSamay.Com bcci given ultimatum by supreme court to implement lodha committee reforms
‘সময় নষ্ট করবেন না’, লোধা সুপারিশ মানা নিয়ে BCCI-কে ‘সুপ্রিম’ ধমক


আজ শুনানি চলাকালীন বোর্ডকে রীতিমতো ধমক দিয়ে প্রধান বিচারপতি টি এস ঠাকুর বলেন, ‘সময় নষ্ট করবেন না।’ লোধা কমিটির সুপারিশ মানা নিয়ে বোর্ডের তরফে প্রতিশ্রুতি চান প্রধান বিচারপতি। আর তা না হলে নির্দেশ দিয়ে সুপারিশ মানতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেয় শীর্ষ আদালত। পুজোর ছুটির জন্য ১৭ অক্টোবর পর্যন্ত আদালত বন্ধ থাকবে।

আরও পড়ুন, ​ 'পথে এসো, না-হলে আমরা পথে আনব', BCCI-কে সুপ্রিম-তোপ

সদস্য সংস্থাগুলির মধ্যে টাকা বিতরণ করা নিয়েও শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ে বোর্ড। টাকা লেনদেন বন্ধ রাখতে বলে আদালতের প্রশ্ন, ‘টাকা দেওয়ার জন্য এত তাড়া কীসের?’ সদস্য সংস্থারা লোধা কমিটির সুপারিশ না মানলে, তাদের টাকা বিতরণে নিষেধ করে সুপ্রিম কোর্ট। সদস্য সংস্থাগুলিকে লোধা কমিটির সুপারিশ না মানতে BCCI উস্কানি দিচ্ছে কি না জানতে চায় আদালত।

গত ২৮ সেপ্টেম্বর লোধা কমিশন সুপ্রিম কোর্টের কাছে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছিল, তাতে সুপারিশ রূপায়ণ না করার জন্য বোর্ড কর্তাদের অপসারণ দাবি করা হয়। পাশাপাশি প্রয়োজনে প্যানেল অব আরব্রিটেটর্স দিয়ে কাজ চালানোর কথাও আবেদনে বলা হয়েছিল। আজ বোর্ড কর্তাদের অপসারণ নিয়ে কিছু না বললেও, চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত। যার অর্থ, হয় লোধা কমিটির সুপারিশ মেনে নাও অথবা কমিটি তৈরি করে বর্তমান বোর্ড কর্তাদের হটিয়ে সুপারিশ বাস্তবায়িত করা হবে।

‘Stop wasting time’ SC gives ultimatum to BCCI

"Stop wasting time. Give an undertaking that you will abide by the recommendations or we will pass an order," Chief Justice of India TS Thakur today said to the Board. The BCCI has been asked by the top court to give an undertaking by Friday to shape up or ship out.

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল