অ্যাপশহর

আইপিএলের ভবিষ্যৎ ঠিক হতে পারে আজ

আজকের আলোচনায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় অবশ্যই আইপিএল। বিশ্বকাপ বাতিল ধরে নিয়ে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আইপিএল করে ফেলতে চায় বোর্ড। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের ঘোষণা খুব শীঘ্রই হয়ে যাবে ধরে নিয়ে আইপিএলের দিনক্ষণ ঠিক করে ফেলতে চাইছে অ্যাপেক্স কাউন্সিল

Ei Samay 17 Jul 2020, 4:19 pm
এই সময়: কী হবে আইপিএলের ভবিষ্যৎ? কী হবে ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ? ইংল্যান্ডের সঙ্গে বাতিল হওয়া সিরিজই বা আবার কবে করা যায়? এ রকম ১১ টি বিষয় নিয়ে আজ আলোচনায় বসছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের সদস্যরা। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের ঘোষণা খুব শীঘ্রই হয়ে যাবে ধরে নিয়ে আইপিএলের দিনক্ষণ ঠিক করে ফেলতে চাইছে অ্যাপেক্স কাউন্সিল। ভারতের মাটিতে টুর্নামেন্ট হওয়াটাই অগ্রাধিকার পাবে। কিন্তু তা না হলে এগিয়ে দুবাই।
EiSamay.Com ipl 2020
আইপিএল ট্রফি


আজ সভায় যে ১১ টি বিষয় নিয়ে আলোচনা হবে তা হল, ১) আইপিএলের ভবিষ্যৎ, ২) ঘরোয়া ক্রিকেটের সূচি, ৩) ইংল্যান্ডের বিরুদ্ধে বাতিল সিরিজ ফেব্রুয়ারিতে টেস্ট সিরিজের পরে করা যায় কি না। ৪) আইসিসির সঙ্গে বিশ্বকাপ নিয়ে করের সমস্যা মেটানো, ৫) বেঙ্গালুরুর এনসিএর পরিকাঠামো নিয়ে আলোচনা, ৬) বোর্ড ও আইপিএলের ডিজিট্যাল প্লাটফর্মের চুক্তি বাড়ানো, ৭) বিহার ক্রিকেট সংস্থার সমস্যা, ৮) বিসিসিআইয়ে নতুন স্টাফের নিযুক্তি ৯) নতুন সিইও, ১০) রাজ্য সংস্থার বকেয়া ও ১১) নতুন টেন্ডার।

আজকের আলোচনায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় অবশ্যই আইপিএল। বিশ্বকাপ বাতিল ধরে নিয়ে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আইপিএল করে ফেলতে চায় বোর্ড। এক কর্তা সাফ বললেন, 'আইপিএল শেষ পর্যন্ত দেশে করার চেষ্টাই চালিয়ে যাব। দুবাই বা শ্রীলঙ্কাও আছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কোথায় খেলা হবে, সেটা চূড়ান্ত করে বলার জায়গায় সত্যিই নেই। কিন্তু আমরা তৈরি থাকছি। আইসিসি বিশ্বকাপ বাতিলের ঘোষণা করলেই যাতে এগিয়ে যেতে পারি।' সোমবার আইসিসির সভায় হয়তো বিশ্বকাপ বাতিলের ঘোষণা করে দেওয়া হবে।

তারপরেই গুরুত্ব পাচ্ছে আইসিসির সঙ্গে কর সংক্রান্ত ঝামেলার বিষয়টি। যার সঙ্গে জড়িয়ে ২০২১ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন। ঘরোয়া ক্রিকেট এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জ বোর্ডের কাছে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল