অ্যাপশহর

Bangladesh News : শাহরুখের ভূমিকায় ক্রিকেটার আশরাফুল, এবার 'DDLJ'-র রিমেক হচ্ছে বাংলাদেশে?

সম্প্রতি বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খানের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটার মহম্মদ আশরাফুলকে।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 21 Jan 2023, 7:16 pm
বাংলাদেশে রিমেক করা হচ্ছে বলিউডের কালজয়ী সিনেমা 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-র? আর শাহরুখ খানের ভূমিকায় অভিনয় করছেন বাংলাদেশের ক্রিকেটার মহম্মদ আশরাফুল? বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়েছে। আসলে সম্প্রতি নেট পাড়ায় একটি ছবি যথেষ্ট ভাইরাল হয়েছে। সেখানে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' সিনেমার শেষ দৃশ্যটা দেখতে পাওয়া যাচ্ছে। ট্রেনের দরজা থেকে হাত বাড়িয়ে রয়েছেন শাহরুখ খান। আর সেই হাত ধরার জন্য আপ্রাণ দৌড়চ্ছেন কাজল। তবে ভাইরাল হওয়া এই পোস্টে একেবারে উলটো ছবি দেখতে পাওয়া যাচ্ছে। কাজলের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে সারিকা সাবরিনকে। তিনি কামরার দরজা থেকে হাত বাড়াচ্ছেন। আর দৌড়চ্ছেন আশরাফুল। আসুন তাহলে গোটা ব্যাপারটি আরেকটু বিস্তারিত আলোচনা করা যাক।
EiSamay.Com Mohammad Ashraful and Shah Rukh Khan
মহম্মদ আশরাফুল এবং শাহরুখ খান

Hero Alom : ‘ভোটে লড়বই…’, প্রার্থীপদ ফিরে পেতে এবার হাইকোর্টে হিরো আলম
আসলে একটি পানীয় জল সংস্থার বিজ্ঞাপনের জন্য এই ছবিটা তোলা হয়েছে। বিজ্ঞাপনে দেখতে পাওয়া যাচ্ছে যে আশরাফুল দৌড়ে সারিকার হাত ধরার আগেই বাংলাদেশের জনপ্রিয় 'ফুড ব্লগার' রাফসান বাংলাদেশের এই ক্রিকেটারের হাতে একটি পানীয় জলের বোতল ধরিয়ে দেন। আর সেই বোতল থেকে জল পান করতে করতেই যাবতীয় পার্থিব চিন্তা ভুলে যান তিনি। আর সেইসঙ্গে মিস হয়ে যায় ট্রেনও। এই ভিডিয়োটি শুধুমাত্র বাংলাদেশই নয়, ভারতেও যথেষ্ট জনপ্রিয় হয়েছে।

ভিডিয়োটির একটি অংশ :


বিজ্ঞাপনটি করে রীতিমতো উচ্ছ্বসিত আশরাফুল। তিনি বলেন, 'এই বিজ্ঞাপনের কনসেপ্টটা আমার যথেষ্ট ভালো লেগেছে। শাহরুখের ভূমিকায় অভিনয় করতে গিয়ে আমি যথেষ্ট রোমাঞ্চিত হয়েছি। কাজটা করার পর সকলের থেকে যথেষ্ট ভালো প্রতিক্রিয়াও পেয়েছি। নিজেকে এমন আলাদাভাবে দেখতে সত্যিই খুব ভালো লাগছে।'

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মহম্মদ আশরাফুলের গায়ে লেগেছে ম্যাচ গড়াপেটার কলঙ্ক। ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিং করার জন্য বিপিএল অ্যান্টি কোরাপশন ট্রাইবুনাল তাঁকে আট বছরের জন্য নির্বাসিত করেছিল। সেইসঙ্গে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়। তবে ওই বছরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি প্যানেল আশরাফুলের সাজার মেয়াদ ৫ বছরে কমিয়ে আনে। অবশেষে ২০১৮ সালের অগাস্ট মাসে আশরাফুল নির্বাসন মুক্ত হন।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল