অ্যাপশহর

জার্সি ঢেকেছে বিজ্ঞাপনে! সমালোচনায় বিদ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানত স্পনসর করে দারাজ। জার্সিতে বাংলাদেশ নামের ঠিক উপরেই এই সংস্থাটির নাম বড় বড় করে লেখা রয়েছে। এছাড়াও বুকের বাঁদিকে এবং বাম বাহুতে এই দারাজের নাম উল্লেখ করা রয়েছে।

EiSamay.Com 19 Nov 2021, 9:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। সম্প্রতি টি-২০ বিশ্বকাপের সুপার ১২ পর্বে একটাও ম্যাচ জিততে পারেনি টাইগার বাহিনী। শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্য়াচেও তারা ৪ উইকেটে হেরে গিয়েছে। কিন্তু, এক আজব কাণ্ডের জন্য প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। কী সেই কাণ্ড? না, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের জার্সির অধিকাংশ জায়গা জুড়েই শুধুমাত্র বিজ্ঞাপনই ভর্তি। এই ঘটনায় সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।
EiSamay.Com FEjM7dGX0AQIemc
বাংলাদেশ ক্রিকেট দল, ছবি সৌজন্য - টুইটার


বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানত স্পনসর করে দারাজ। জার্সিতে বাংলাদেশ নামের ঠিক উপরেই এই সংস্থাটির নাম বড় বড় করে লেখা রয়েছে। এছাড়াও বুকের বাঁদিকে এবং বাম বাহুতে এই দারাজের নাম উল্লেখ করা রয়েছে। আর এখানেই আপত্তি বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের। তাঁদের দাবি, এই বিজ্ঞাপনের আড়ালে ক্রিকেট খেলার আবেগটাই কোথাও যেন হারিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও চলছে সমানতালে সমালোচনা।

প্রত্যেকের মুখেই প্রায় একই কথা। এই জার্সি একেবারেই রূচিহীন এবং কুৎসিত। এই জঘন্য বিজ্ঞাপনওয়ালা জার্সি অখাদ্য মানসিকতার পরিচয়। বাংলাদেশের ক্রিকেটাররা তো পারলে নিজেদের শরীরেও বিজ্ঞাপনের ট্যাটু করিয়ে নেয়। গলার নিচে ডিজাইনটা দেখে মনে হচ্ছে, অ্যাপ্রন কেটে লাগানো হয়েছে।

তবে শুধুমাত্র দারাজই নয়, রয়েছে হাংরিনাকি'র বিজ্ঞাপনও। আর সেটা রয়েছে জার্সির ডান বাহুতে। এই সংস্থার বিরুদ্ধে নাকি আবার মামলাও চলছে। অভিযোগ, এই সংস্থা নাকি আগে বেআইনিভাবে গেম কার্ড এবং প্লিলোডেড ক্রেডিট কার্ড বিক্রি করত। দেশের ক্রিকেট সমর্থকদের দাবি, জার্সির উপরে এই বিজ্ঞাপন ব্যবহার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেই নিজেদের হাস্যকর পর্যায়ে নিয়ে যাচ্ছে।

আসা যাক, আজকের ম্যাচের কথায়। পাকিস্তানের বিরুদ্ধে আজ আরও একবার খারাপ পারফরম্যান্স করল বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ম্যাচে ৪ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয়লাভ করল বাবর আজমের দল। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। তবে বাংলাদেশ যে শুরু থেকেই একেবারে হাল ছেড়ে দিয়েছিল, তেমনটা কিন্তু একেবারেই নয়। একথা বলা যেতেই পারে যে ১৬ ওভার পর্যন্ত এই ম্যাচের রাশ বাংলাদেশের হাতেই ছিল। কিন্তু, শাদাব খান এবং মহম্মদ নওয়াজ কার্যত বাংলাদেশের মুখের গ্রাস কেড়ে নিলেন এবং সিরিজের প্রথম ম্যাচটাই জিতে নিল পাকিস্তান। তবে আজকের ম্যাচে বাংলাদেশের বোলারদের একেবারেই দোষ দেওয়া যায় না। তবে ১২৭ রান তোলার দায় টাইগার বাহিনীর ব্যাটারদের অবশ্যই গ্রহণ করতে হবে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল