অ্যাপশহর

৪ বলে ৯২ রান! ১০ বছরের জন্য সাসপেন্ড বোলার!!

ব্যাটসম্যান ৬ বলে ৬টা ছক্কা হাঁকালেও ৩৬ হয়!

EiSamay.Com 3 May 2017, 3:05 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এক ওভারে মোট কত রান দিতে পারেন একজন বোলার? বিপক্ষের ব্যাটসম্যান ৬ বলে ৬টা ছক্কা হাঁকালেও ৩৬ হয়। তাতে যদি আরও ৩টে নো-ওয়াইড বল জুড়ে দেওয়া হয়, তাহলেও ৩৯। ধরে নেওয়া যাক, এরমধ্যে ২টি ওয়াইডে বাই রানে ৪ হয়েছে, তাহলেও ৪৭। কিন্তু, সব সম্ভাবনা উড়িয়ে এক ওভারে ৯২ রান দিলেন বাংলাদেশের এক বোলার। তাও পুরো ওভার নয়, মাত্র ৪টি বলেই ৯২।
EiSamay.Com bangladesh bowler get 10 year bans for conceding 92 runs in 4 balls
৪ বলে ৯২ রান! ১০ বছরের জন্য সাসপেন্ড বোলার!!


বাংলাদেশের দ্বিতীয় ডিভিশনের ক্লাব লালমাটিয়া’র বোলার সুজন মামুদকে ১০ বছরের জন্য সাসপেন্ড করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আম্পায়ারের বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে গিয়ে ৪ বলে ৯২ রান দিয়েছেন ওই বোলার। এরমধ্যে ১৫টি ওয়াইড ও ১৩টি নো বল রয়েছে। প্রতিটি নো ও ওয়াইড বলই বাউন্ডারি পের করে ৪ রান হয়েছে।

অন্যদিকে, ফিয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের তাসনিম হাসান এক ওভারে ৭টি বল করে ৬৯ রান দিয়েছেন। তাঁর প্রতিবাদও ওই আম্পায়ারের বিরুদ্ধে। নিয়মভঙ্গের জন্য তাঁকেও ১০ বছরের জন্য সাসপেন্ড করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

লালমাটিয়া ও ফিয়ার ফাইটার্স স্পোর্টিং- দুটি ক্লাবকেই সব সদস্য সহ ৫ বছরের জন্য ব্যান করা হয়েছে।

‘এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এই কারণেই তাঁদের বিরুদ্ধে শাস্তি নেওয়া হয়েছে।’ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জালাল ইউনুস।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল