অ্যাপশহর

বলবীর সিং ব্রিফ

অলিম্পিকে সোনা জয়ের হ্যাটট্রিক ছিল তাঁর। লন্ডন, হেলসিঙ্কি, মেলবোর্নে। হকির সেই কিংবদন্তি, সিনিয়র বলবীর সিং প্রয়াত হলেন চণ্ডীগড়ে। বয়স হয়েছিল ৯৬। ...

EiSamay.Com 26 May 2020, 9:00 am

কিংবদন্তি বলবীর প্রয়াত

এই সময়: অলিম্পিকে সোনা জয়ের হ্যাটট্রিক ছিল তাঁর। লন্ডন, হেলসিঙ্কি, মেলবোর্নে। হকির সেই কিংবদন্তি, সিনিয়র বলবীর সিং প্রয়াত হলেন চণ্ডীগড়ে। বয়স হয়েছিল ৯৬। রেখে গেলেন এক মেয়ে ও তিন ছেলেকে। ১৯৫২ অলিম্পিক ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাঁর পাঁচ গোল এখনও রেকর্ড। ১৯৫৭ সালে খেলোয়াড়দের মধ্যে প্রথম 'পদ্মশ্রী' পান তিনিই। ১৯৭৫ সালে ভারতের শেষ বিশ্বকাপজয়ী দলের ম্যানেজারও ছিলেন বলবীর। পৃঃ ১২

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল