অ্যাপশহর

'বাংলাদেশেও রয়েছে পাকিস্তানের সমর্থক', স্পষ্ট জানালেন বাবর

আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ এবং পাকিস্তানের (Pakistan vs Bangladesh) মধ্যে প্রথম টি-২০ ম্যাচের আয়োজন করা হয়েছে। গত ৬ বছরে এই প্রথমবার বাংলাদেশ সফরে এল পাকিস্তান ক্রিকেট দল।

EiSamay.Com 18 Nov 2021, 9:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ক্রিকেট দল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে। এই দুই দেশের মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজ এবং দু'ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে। গত ৬ বছরে এই প্রথমবার বাংলাদেশ সফরে এল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু, পাকিস্তান ক্রিকেট দলের একটি ঘটনা সিরিজ শুরু হওয়ার আগেই যথেষ্ট বিতর্ক তৈরি করেছে।
EiSamay.Com Babar Azam and Bangladesh Cricket Fan
পাকিস্তান ক্রিকেট অধিনায়ক বাবর আজম এবং বাংলাদেশ ক্রিকেট সমর্থক, ছবি সৌজন্য - টুইটার


মীরপুরের অ্যাকাডেমি গ্রাউন্ডে অনুশীলন করছিলেন বাবর আজমরা। তো সেই অনুশীলনের সময় পাকিস্তান ক্রিকেট দলকে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়। ছবিটি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়ার পরেই শুরু হয়ে যায় রাজনৈতিক বিতর্ক।

পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস পরবর্তীকালে ব্যাপারটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, সাকলিন মুস্তাক দলের কোচ হওয়ার পর থেকেই অনুশীলন চলার সময় পাকিস্তান ক্রিকেট দল এভাবে নিজেদের পতাকা উত্তোলন করে।

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমকেও এই একই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন, 'আমরা আগেও এই বিষয়ে নিজেদের মতামত জানিয়েছি। যখন থেকে সাকলিন মুস্তাক আমাদের দলের দায়িত্ব গ্রহণ করেছেন, আমরা এই কাজটা করে থাকি। এটা গোটা দলকে উদ্দীপ্ত করে। নিউজিল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপেও আমরা এই একই কাজ করেছি।'

আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে প্রথম টি-২০ ম্যাচের আয়োজন করা হয়েছে। প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে এসে পাক অধিনায়ক আরও যোগ করেন, পাকিস্তান ক্রিকেট দলের বহু সমর্থকই বাংলাদেশে রয়েছে। তিনি বললেন, 'বিগত কয়েকদিন ধরেই আমরা যখন অনুশীলন করতে গিয়েছি, ঠিক সেইসময় লোকেরা রাস্তায় দাঁড়িয়ে করতালিতে আমাদের সম্মান জানিয়েছেন। প্রত্যেকে হাত নাড়িয়েছেন এবং আমাদের উৎসাহিত করেছেন। সেকারণেই আমার মনে হয়, বাংলাদেশেও পাকিস্তান ক্রিকেট দলের অনেক সমর্থকই রয়েছে। অনুশীলনের সময়ও ওরা আমাদের চিয়ার করতে থাকে।'

সবশেষে বাবর বললেন, 'আমরা যখনই বাংলাদেশ সফরে এসেছি, এখানকার ক্রিকেট সমর্থকেরা সবসময় আমাদের উৎসাহিত করেছে। শুধুমাত্র নিজেদের দলকেই নয়, পাকিস্তান ক্রিকেট দলকেও ওরা সমানভাবে সাপোর্ট করে। এটা আমাদের বেশ ভালোই লাগে।'

সম্প্রতি টি-২০ বিশ্বকাপে বেশ ভালো পারফরম্যান্স করেছিল পাকিস্তান। সুপার ১২ পর্বে তারা পরপর পাঁচটা ম্যাচে জয়লাভ করেছিল। কিন্তু, টুর্নামেন্টের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বাবররা এই টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। অন্যদিকে বাংলাদেশ এই টুর্নামেন্টে একেবারে জঘন্য পারফরম্যান্স করে ছিটকে যায়।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল