অ্যাপশহর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১০ বছর সহবাস! বিস্ফোরক অভিযোগ বাবর আজমের বিরুদ্ধে

ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে ম্যাচ জেতা পাকিস্তানের প্রথম অধিনায়ক হয়েছেন বাবর আজম। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে ২৯ বছরে এই প্রথমবার বিশ্বকাপে ভারতকে হারাতে পেরেছে পাকিস্তান।

EiSamay.Com 26 Oct 2021, 10:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম সংবাদপত্রের শিরোনামে রয়েছেন। ভারতের বিরুদ্ধে এই প্রথমবার বিশ্বকাপে জিতল পাকিস্তান। আর সেই বিজয়ী দলের অধিনায়ক হলেন বাবর আজম। তবে এটাও সত্যি যে খেলার জন্য বাবর যতটা শিরোনামে থাকেন, ততটাই তাঁর ব্যক্তিগত জীবনের কারণেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে বাবর আজমের প্রাক্তন প্রেমিকা তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ নিয়ে এসেছেন।
EiSamay.Com Babar Azam Girlfriend
বাবর আজমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন হামিজা মুখতার, ছবি সৌজন্য - টুইটার


বাবরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

বিশিষ্ট সংবাদপত্র ডেইলি পাকিস্তানকে গত বছর ডিসেম্বর মাসে বাবর আজমের প্রাক্তন গার্লফ্রেন্ড হামিজা মুখতার অভিযোগ করেছেন, বাবর আজম নাকি তাঁর উপর ১০ বছর ধরে যৌন নির্যাতন চালিয়েছেন। হামিজার কথায়, বাবর ১০ বছর পর্যন্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন। অবশেষে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মুখ ঘুরিয়ে নেন বলে অভিযোগ। এর পাশাপাশি বাবরের বিরুদ্ধে আরও কয়েকটি গুরুতর অভিযোগ তুলেছেন হামিজা।
ম্যাচ হারার অনুরোধ পাকিস্তানি মহিলা সমর্থকের, যোগ্য জবাব ধোনির
গর্ভপাত করানোর অভিযোগ

এর পাশাপাশি বাবরের ওই গার্লফ্রেন্ড আরও যোগ করেছেন, তিনি নাকি সন্তানসম্ভবা ছিলেন। কিন্তু, বাবরের কথাতেই তিনি নিজের গর্ভপাত করাতে বাধ্য হল। তিনি বলেন, 'আমার হাতে কোরান পাক রয়েছে। আর এই কোরানে হাত রেখে আমি বলছি, বাবর আজমের বিরুদ্ধে যে অভিযোগগুলো আমি করেছি, তা একেবারে সত্যি। এখানে হয়ত মিথ্যে কথা বলে আমি রেহাই পেয়ে যাব, কিন্তু আল্লাহের দরবারে আমি রেহাই পাব না।'
বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের, অতীত নিয়ে ভাবতে নারাজ বাবর
অর্থের বিনিময়ে মুখ বন্ধ করানোর চেষ্টা

এই মামলাটি আদালত পর্যন্ত গড়িয়েছিল। বাবর আজমকে শাস্তি দেওয়া পর্যন্ত বিষয়টি এগিয়ে গিয়েছিল। কিন্তু, থার্ড পার্টির সঙ্গে আলোচনা করে বাবর হামিজার মুখ বন্ধ করার জন্য ২০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এই কথাটি হামিজা নিজের মুখেই স্বীকার করেন। বাবর তাঁকে ক্রমাগত হুমকি দিতে থাকেন।
ছেলের সাফল্যে গর্বিত, গ্যালারিতেই অঝোরে কান্না বাবর আজমের বাবার
প্রথম অধিনায়ক

ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে ম্যাচ জেতা পাকিস্তানের প্রথম অধিনায়ক হয়েছেন বাবর আজম। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে ২৯ বছরে এই প্রথমবার বিশ্বকাপে ভারতকে হারাতে পেরেছে পাকিস্তান। মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে বিশ্বকাপে কখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। কিন্তু, বিরাট কোহলি প্রথম অধিনায়ক যাঁর নেতৃত্বে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হেরে গেল ভারত। একদিনের ফরম্যাটে বিশ্বকাপ হোক কিংবা টি-২০ বিশ্বকাপ ভারতের বিরুদ্ধে জয় পাকিস্তানের কাছে একটা স্বপ্নই ছিল। এতদিনে তাঁদের সেই স্বপ্নটা সার্থক হয়েছে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল