অ্যাপশহর

সেক্সটিং বিতর্কের জের! অনির্দিষ্টকালের বিরতিতে টিম পেইন

২০১৭ সালে তাসমানিয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত এক মহিলা কর্মীর সঙ্গে আপত্তিকর মেসেজ করেন টিম পেইন। তাঁর গোপনাঙ্গের ছবিও পাঠান সেই মহিলা। সেই থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া ঘটনার তদন্ত করছিল।

EiSamay.Com 26 Nov 2021, 11:06 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকেই অনির্দিষ্টকালের বিরতি গ্রহণ করতে চলেছে প্রাক্তন অজি টেস্ট অধিনায়ক টিম পেইন। শুক্রবার ক্রিকেট তাসমানিয়ার পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। সেক্সটিং বিতর্কের পরেই টেস্ট অধিনায়কত্ব ছেড়েছিলেন তিনি। তাঁর এই সিদ্ধান্ত বেশ কয়েকটি প্রশ্নের জন্ম দিয়েছে। তারমধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল, তিনি আদৌ আসন্ন অ্যাশেজ সিরিজ খেলবেন কিনা। আগামী ৮ ডিসেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। একটি বিবৃতিতে বলা হয়েছে, 'গত ২৪ ঘণ্টা ধরে টানা আলোচনার পর ক্রিকেট তাসমানিয়াকে টিম পেইন জানিয়েছেন, অদূর ভবিষ্যতের দিকে তাকিয়েই ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে তিনি অনির্দিষ্টকালের বিরতি নিতে চান।'
EiSamay.Com Tim Paine
অনির্দিষ্টকালের বিরতি নিতে চলেছেন টিম পেইন, ছবি সৌজন্য - টুইটার


সপ্তাহখানেক আগেই তাসমানিয়ার কিপার টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। ২০১৭ সালে তাসমানিয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত এক মহিলা কর্মীর সঙ্গে আপত্তিকর মেসেজ করেন টিম পেইন। তাঁর গোপনাঙ্গের ছবিও পাঠান সেই মহিলা। সেই থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া ঘটনার তদন্ত করছিল। পেইনের দাবি, তিনি তখনই তাঁর দোষ স্বীকার করে তদন্তে সহযোগিতা করেছিলেন। এরপর সম্প্রতি ভাইরাল হয় সেই মেসেজগুলো।

তবে অধিনায়কত্ব ছাড়লেও টিম পেইন কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট দলের একনিষ্ঠ সদস্য হয়েই থাকবেন। পাশাপাশি অ্যাশেজ সফরের দিকেই তিনি তাকিয়ে রয়েছেন।

ব্রিসবেনে আয়োজিত প্রথম ম্যাচে খেলার জন্য তিনি দলের সতীর্থদের থেকেও সমর্থন পেয়েছিলেন। কিন্তু, তারপরেও সকলকে কার্যত চমকে দিয়ে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করলেন।

অস্ট্রেলিয়ার ওপেনার মার্কাস হ্যারিস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, গোটা দল টিম পেইনকে পূর্ণ সমর্থন করবে। অন্তত প্রথম টেস্ট ম্যাচে ওর খেলার পূর্ণ অধিকার রয়েছে।

ইতিপূর্বে টিম পেইনের স্ত্রী গোটা বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমাকে যখন ও এই বিষয়টা বলে তখন আমি আঘাত পেয়েছিলাম, প্রতারিত হয়েছিলাম, কিন্তু আমি ওকে ক্ষমা করেছিলাম। কারণ ও আমার কাছে সৎ ছিল। আমি রেগে গিয়েছিলাম ওর উপরে, খারাপ লেগেছিল, হতাশ হয়েছিলাম। লড়াইও হয়েছিল। কিন্তু, আমরা কথা বলি ও সিদ্ধান্ত নিই যা হয়েছে তা নিয়ে ভেবে লাভ নেই, জীবনে এগিয়ে যাওয়াই ভালো।’ তবে এই বিষয়টা এখন সামনে আসায় তিনি মোটেই তা ভালোভাবে নেননি। তিনি বলেন, ‘আমি খুব বিরক্ত যে এসব এখন সামনে আসছে। বছর আগে যেটা আমরা ফেলে এসেছি, তারপর আমরা এগিয়ে গেছি। আমার মনে হচ্ছে যে অনেক অবিচারকে টেনে আনা হচ্ছে।’

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল