অ্যাপশহর

'অশ্বিনই বিশ্বের সেরা স্পিনার', সার্টিফিকেট মুরলীর

সোমবার অশ্বিন তাঁর কেরিয়ারের ৫৪তম টেস্টে ৩০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন।

EiSamay.Com 28 Nov 2017, 6:54 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দুরন্ত ঘূর্ণির জাদুতে ইতোমধ্যেই তিনি টেস্টে ৩০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন। এবার ক্রিকেট-দুনিয়ার অন্যতম সেরা স্পিনারের 'সেরা' সার্টিফিকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিন।
EiSamay.Com aswin is the best spinner in the world at the moment says cricket legend muttiah muralitharan
'অশ্বিনই বিশ্বের সেরা স্পিনার', সার্টিফিকেট মুরলীর


অশ্বিনকে 'বিশ্বের সেরা স্পিনার' বললেন শ্রীলঙ্কার লেজেন্ড মুত্তাইয়া মুরলীধরন। তাঁর কথায়, 'বল হাতে অশ্বিনের সাফল্যই তার প্রমাণ।'

সোমবার অশ্বিন তাঁর কেরিয়ারের ৫৪তম টেস্টে ৩০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন। ডেনিস লিলির রেকর্ড ভেঙে ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩০০ উইকেট। মুরলীর কথায়, 'আমি ওঁকে (অশ্বিন) শুভেচ্ছা জানাতে চাই। ৩০০ টেস্ট উইকেট নেওয়া সহজ নয়। এটা একটা বিশাল সাফল্য। এই মুহূর্তে ওই বিশ্বের সেরা স্পিনার নিঃসন্দেহে।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল