অ্যাপশহর

হেরে বিদায় শ্রীলঙ্কার

প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেও আফগানদের কাছে হারল শ্রীলঙ্কা। দুবাই স্পোর্টস সিটির মাঠে মরণবাঁচনের ম্যাচে জিততেই হত শ্রীলঙ্কাকে।

EiSamay 18 Sep 2018, 1:51 pm
এই সময়: প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেও আফগানদের কাছে হারল শ্রীলঙ্কা। দুবাই স্পোর্টস সিটির মাঠে মরণবাঁচনের ম্যাচে জিততেই হত শ্রীলঙ্কাকে। উল্টে হারতে হল ৯১ রানে। টানা দুই ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে ছুটি হয়ে গেল শ্রীলঙ্কার।
EiSamay.Com হতাশ আফগান ব্যাটসম্যানদের হাতে মার খেয়ে মালিঙ্গা। সোমবার দুবাইয়ে
হতাশ আফগান ব্যাটসম্যানদের হাতে মার খেয়ে মালিঙ্গা। সোমবার দুবাইয়ে


জেতার জন্য ২৫০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ৪১.২ ওভারে ১৫৮ রানে শেষ শ্রীলঙ্কা। তিন স্পিনার রশিদ খান (২-২৬), মহম্মদ নবি (২-৩০) ও মুজিব উর রহমান (২-৩২) উইকেট নিয়েছেন। আলাদা করে নজর কাড়লেন পেসার গুলবাদিন নাইব (২-২৯)। শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি রান করেন উপুল থরঙ্গা (৩৬)। অ্যাঞ্জেলো ম্যাথেউস (২২), থিসারা পেরেরা (২৮) ব্যর্থ।

আফগান ব্যাটসম্যানরা যথেষ্ট পরিণতি দেখিয়ে নির্দিষ্ট ৫০ ওভারে তুলেছেন ২৪৯। তিন নম্বরে নেমে রহমৎ শাহ করেন ৭২। ওপেনার ইসানুল্লাহ করেন ৪৫। অন্য ওপেনার মহম্মদ শাহজাদের অবদান ৩৪। মিডল অর্ডারে শাহিদি ৫২ বলে ৩৭ রানের দামি ইনিংস খেলে যান। শেষ দিকে নেমে ৬ বলে ১৩ রান করেন রশিদ খান। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে থিসারা পেরেরা ৫৫ রানে নিয়েছেন ৫ উইকেট। আকিলা ধনঞ্জয় ৩৯ রানে নেন ২টি উইকেট। কিন্তু গত দিনের সফল বোলার লাসিথ মালিঙ্গা ১০ ওভারে দিয়েছেন ৬৬। উইকেট মাত্র ১টি।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই কুশল মেন্ডিসের (০) উইকেট হারায় শ্রীলঙ্কা। বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, দুবাইয়ের উইকেটে ২৫০ রান তাড়া করা স্পিনারদের সামনে বেশ কঠিন। সেটাই হল শেষ পর্যন্ত।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল