অ্যাপশহর

ভারতীয় দলের কোচ পদে ইস্তফা কুম্বলের

অধিনায়ক একটি বিষয় স্পষ্ট করে দেন, ভারতীয় দলের কোচের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই তিক্ত হয়ে গিয়েছে।

EiSamay.Com 20 Jun 2017, 8:01 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের কোচের পদে ইস্তফা দিলেন অনিল কুম্বলে। মঙ্গলবার হঠাত্‍‌ এই সিদ্ধান্ত জানান তিনি। কুম্বলে প্রথমে সিদ্ধান্ত নেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি ভারতীয়দলের সঙ্গে যাবেন না। তারপরেই নিজের ইস্তফা ঘোষণা করেন।
EiSamay.Com anil kumble steps down as india coach
ভারতীয় দলের কোচ পদে ইস্তফা কুম্বলের


২৩ জুন থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। Times Now-এর খবর অনুযায়ী, এ দিন বিসিসিআই-এর একটি বৈঠক অধিনায়ক বিরাট কোহলি ও ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সঙ্গে (যে কমিটিতে রয়েছে সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণ। বৈঠকে অধিনায়ক একটি বিষয় স্পষ্ট করে দেন, ভারতীয় দলের কোচের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই তিক্ত হয়ে গিয়েছে। আর তা ভালো হওয়া সম্ভব নয়।

এই বৈঠকের পরেই নিজের ইস্তফা ঘোষণা করে দেন অনিল কুম্বলে।

খবরটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন

# Kumble had earlier decided not to accompany the Indian team to the West Indies, citing his commitment to an ICC meeting
#During the entire Champions Trophy, there was hardly any communication between the two during the practice session

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল