অ্যাপশহর

বাবা রোহিতের এই Viral ভিডিয়ো পোস্টে মুগ্ধ বিগ বি!

জানুয়ারিত তখন অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে ব্যস্ত টিম ইন্ডিয়া। তারই মধ্যে খবর এসেছিল বাবা হয়েছেন রোহিত শর্মা। সিরিজের মাঝখানেই চলে এসেছিলেন মেয়েকে দেখতে...

EiSamay.Com 25 Mar 2019, 2:15 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মেয়ের সঙ্গে সময় কাটানোই যে রোহিত শর্মার সবচেয়ে প্রিয় পাসটাইম এ আর নতুন করে বলার কিছু নেই। যেভাবে বিভিন্ন সময়ে তিনি মেয়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন, তাতেই বোঝা যায় চোখের মণি সামাইরা।
EiSamay.Com amitabh bachchan reacts to a video posted on twitter by cricketer rohit sharma for daughter samaira
বাবা রোহিতের এই Viral ভিডিয়ো পোস্টে মুগ্ধ বিগ বি!


সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো ট্যুইটারে পোস্ট করলেন রোহিত। রণবীর সিং-এর হিট ছবি Gully Boy-এর একটি গান গেয়ে শোনাতে দেখা গেল রোহিতকে। রিট্যুইট ও লাইকের বন্যা বয়ে গেল সেই পোস্টে।


এখানেই শেষ নয়। রোহিতের এই পোস্ট নজর ও মন কেড়েছে অমিতাভ বচ্চনেরও। বিগ বি-ও নতুন বাবার এই প্রচেষ্টাকে বাহবা দিয়েছেন মুক্ত কন্ঠে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল