অ্যাপশহর

'দেশের মাটিতে ব্যর্থ হলে বাদ দাও রাহানেকে', বিস্ফোরক দাবি সেহওয়াগের

রাহানের ব্যাটিং গড় বর্তমানে একেবারে তলানিতে এসে ঠেকেছে। গত দশটি টেস্ট ম্যাচে তাঁর ব্যাট থেকে মাত্র জোড়া হাফসেঞ্চুরি বেরিয়েছে। এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন সেহওয়াগ।

EiSamay.Com 13 Sep 2021, 2:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের বর্তমান জোরে বোলিং আক্রমণ আপাতত দুরন্ত ফর্মে রয়েছে। কিন্তু, ব্যাটিংয়ের ক্ষেত্রে কিন্তু সেই একই কথা বলা যাচ্ছে না। একথা অনস্বীকার্য যে ভারতীয় ব্যাটিং ব্রিগেডে একঝাঁক তারকা ব্যাটসম্যান রয়েছেন। ঘরের মাঠে প্রত্যাশা পূরণ হলেও বিদেশের মাটিতে কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারছে না। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দক্ষতার অভাব না থাকলেও, কাজের জায়গায় তিনি জ্বলে উঠতে পারছেন না।
EiSamay.Com Virender Sehwag
টেস্ট ক্রিকেটে বিধ্বংসী মেজাজে বীরেন্দ্র সেহওয়াগ, নিজস্ব চিত্র


উদাহরণ হিসেবে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের কথাই ধরা যাক। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শুধুমাত্র সাফল্য পেয়েছেন দলের দুই ওপেনার কেএল রাহুল এবং রোহিত শর্মা। কিন্তু, প্রত্যেকটা ম্যাচেই দলের মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। লর্ডস এবং ওভাল টেস্ট ম্যাচে ভারত জয়লাভ করলেও, সেই জয়ের পিছনে দলের লোয়ার অর্ডারের গুরুত্ব এবং ব্যাটিং ধৈর্য্য অপরিসীম ছিল।

টেস্ট ব্যাটিংয়ের ক্ষেত্রে দলের মিডল অর্ডারে তিনজন ব্যাটসম্যান রয়েছেন। তাঁরা হলেন চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে। এই তিনজন ব্যাটসম্যান যথাক্রমে ৩,৪ এবং ৫ নম্বরে ব্যাট করতে নামেন। কোহলি এবং পূজারা নিজেদের ফর্ম ফিরে পাওয়ার জন্য শুরুটা যথেষ্ট ধীরগতিতে করেছেন, রাহানে এখনও পর্যন্ত সেই কাজটা করে উঠতে পারেননি। রাহানের ব্যাটিং গড় বর্তমানে একেবারে তলানিতে এসে ঠেকেছে। গত দশটি টেস্ট ম্যাচে তাঁর ব্যাট থেকে মাত্র জোড়া হাফসেঞ্চুরি বেরিয়েছে। গত বছর মেলবোর্নে ঐতিহাসিক শতরানের পর রাহানের পারফরম্য়ান্স গ্রাফ ক্রমশ নিম্নমুখী হয়েছে।

এই কথার সূত্র ধরেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ মনে করেন, 'মেনে নিচ্ছি যে রাহানে আপাতত তাঁর কেরিয়ারের সেরা ফর্মে নেই। তবে আরও একটা সুযোগ ওকে দেওয়া উচিত। বিশেষ করে ঘরের মাঠে একটা টেস্ট সিরিজ ওকে খেলানো উচিত।'

সেহওয়াগের কথায়, 'আমি মনে করি, যখন কোনও ব্যাটসম্যান বিদেশ সফরে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারে না, তাঁকে দেশের মাটিতে অন্তত একটা সুযোগ দেওয়া উচিত। যদি ভারতেও সে খারাপ খেলে, তাহলে এটা মেনে নিতেই হবে যে বিদেশের পাশাপাশি দেশের মাটিতেও ওই ব্যাটসম্যান রান করতে ব্যর্থ হচ্ছেন। তারপর তাকে দল থেকে বাদ দেওয়া উচিত।'

তিনি আরও যোগ করেন, 'আমি এমন বহু ক্রিকেটারকে দেখেছি যাঁরা ৮-৯ টেস্টে একেবারে কিছুই করতে পারেননি। এমনকী তাঁদের ব্যাট থেকে একটা হাফসেঞ্চুরিও আসেনি। কিন্তু, তাঁরা ক্রমাগত লড়াই চালিয়ে গিয়েছেন। কিন্তু, একটা সময়ের পর তাঁদের এই খারাপ ফর্ম কেটে যায় এবং পরবর্তীকালে বছরে টেস্ট ক্রিকেটে ১২০০-১৫০০ রান করেন।'

চলতি বছরের শেষের দিকে ভারত দুই টেস্টের নিউজিল্যান্ড সিরিজের আয়োজন করছে। আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে এই সিরিজের আয়োজন করা হবে। সেহওয়াগ জানিয়েছেন, রাহানে যদি এই দুই টেস্টেও ব্যর্থ হয়, তাহলে ওকে দল থেকে বাদ দেওয়া হোক।

সবশেষে নজফগড়ের নবাব বললেন, 'প্রত্যেকেই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। কিন্তু, খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া ওই ক্রিকেটারের সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন, সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি তাঁর পাশে দাঁড়াবেন, নাকি তাঁর হাত ছেড়ে দেবেন। আমার মতে, ভারতের মাটিতে পরবর্তী টেস্ট সিরিজে অজিঙ্কা রাহানেকে আরও একটা সুযোগ দেওয়া উচিত। সেখানেও যদি ও পারফর্ম করতে না পারে, তাহলে হাত তুলে দেওয়া উচিত।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল