অ্যাপশহর

ব্যর্থ রাহানে-পূজারা, আরও কিছুটা ধৈর্য্য ধরতে চান ভারতের ব্যাটিং কোচ

গত ২ বছর ধরে অফ ফর্মে রয়েছে এই জুটি (AJinkya Rahane and Cheteswar Pujara)। প্রথম টেস্টের প্রথম ইনিংসে রাহানে করেন ৪৮ রান ও পূজারা করেন শূন্য। দ্বিতীয় ইনিংসে পূজারা করেন ১৬ ও রাহানে ১৮।

Lipi 30 Dec 2021, 8:40 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় দিয়ে টেস্ট অভিযান শুরু করল ভারত। কিন্তু, তারপরেও ভারতের টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে ফের উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হচ্ছেন অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা। কিন্তু তার পরেও তাদের সুযোগ দিয়ে যাচ্ছে দল। যা নিয়ে এবার মুখ খুললেন দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর।
EiSamay.Com Pujara and Rahane main
চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে, নিজস্ব ছবি


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শুরুটা ভালো করেছে ভারত। প্রথম ইনিংসে কেএল রাহুলের শতরান। ময়াঙ্ক আগরওয়ালের অর্ধশতরান। এরপর রাহানে ৪৮ রান করে মাত্র। তারপরই পড়তে শুরু করে উইকেট। দ্বিতীয় ইনিংসে আরও খারাপ ছবি দেখা যায় ভারতীয় ব্যাটিংয়ের। ১১৩ রানে ভারত প্রথম টেস্ট জিতলেও প্রশ্ন থেকে যাচ্ছে দলের ব্যাটিং নিয়ে।

বিক্রম রাঠৌর মনে করেন, রাহানে ও পূজারা ভালো টাচে আছেন। বলেন, ‘পূজারা ও রাহানে তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। রাহানে ভালো ফর্মে আছে কিন্তু দুর্ভাগ্যবশত ও আউট হয়ে যাচ্ছে। একই জিনিস হচ্ছে পূজারার ক্ষেত্রেও। অতীতে পূজারা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। এটা চ্যালেঞ্জিং পরিবেশ। এখানে সবাই রান পায় না। আমাদের ধৈর্য্য ধরতে হবে। ওরা ওদের সেরাটা দিচ্ছে।’

গত ২ বছর ধরে অফ ফর্মে রয়েছে এই জুটি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে রাহানে করেন ৪৮ রান ও পূজারা করেন শূন্য। দ্বিতীয় ইনিংসে পূজারা করেন ১৬ ও রাহানে ১৮। দলের অন্যতম অভিজ্ঞ দুই ব্যাটারের থেকে যা অভিপ্রেত নয়। একই ছবি দেখা গিয়েছিল বিগত টেস্টগুলোতেও। অন্যদিকে বিরাট কোহলি দুটো ইনিংসেই বাইরের বল খেলতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন। সব ব্যাটিং ব্যর্থতার দায় গিয়ে পড়ছে দলের কোচের উপরেও।

দলের সিনিয়র প্লেয়ারদের ফর্মে এই অবস্থা হলে সেটা যে মোটেই ভালো নয় তা বলছেন বিশেষজ্ঞরা। চলতি সিরিজে প্রথম টেস্টে রাহুল রান না পেলে ভারতের জেতা হয়ত সম্ভব হত না। দক্ষিণ আফ্রিকা সফরের আগে অজিঙ্কা রাহানেকে টেস্ট দলের সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচকরা। তাঁর বদলে সহ অধিনায়ক হয়েছে রোহিত শর্মা। শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকা সফরটাই রাহানের কাছে লাইফলাইন। সেক্ষেত্রে বাকি দুটো টেস্টের চারটে ইনিংস রাহানের কাছে খুব গুরুত্বপূর্ণ।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল