অ্যাপশহর

IND vs BAN : ক্রিকেট থেকে মুখ ঘুরিয়েছেন সমর্থকরা? জলের দরে টিকিট বিলোচ্ছে বাংলাদেশ

ভারতের বিরুদ্ধে ম্যাচে টিকিটের দাম কম রাখল বাংলাদেশে ক্রিকেট বোর্ড। ভারতীয় মুদ্রায় ১৬০ টাকা থেকে শুরু হয়েছে টিকিটের দাম, আন্তর্জাতিক ম্যাচের পরিপ্রেক্ষিতে যা অনেকটাই কম। তাও এই দামের টিকিট নিয়েও স্টেডিয়াম ভর্তি হবে কি না তা নিয়ে সন্দিহান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) কর্তারাই। কিছুদিন আগে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড সিরিজে দেখা গেছে একই ছবি।

Produced byনবীন পাল | EiSamay.Com 4 Dec 2022, 12:58 am

হাইলাইটস

  • ভারতের বিরুদ্ধে ম্যাচে টিকিটের দাম কম রাখল বাংলাদেশে ক্রিকেট বোর্ড।
  • ভারতীয় মুদ্রায় 160 টাকা থেকে শুরু হয়েছে টিকিটের দাম, আন্তর্জাতিক ম্যাচের পরিপ্রেক্ষিতে যা অনেকটাই কম।
  • তাও এই দামের টিকিট নিয়েও স্টেডিয়াম ভর্তি হবে কি না তা নিয়ে সন্দিহান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারাই।
EiSamay.Com india vs bangladesh ticket price
ট্রফি উন্মোচনে দুই দলের অধিনায়ক (সৌজন্যে Facebook @IndianCricketTeam)
ক্রিকেটের ওভারডোজ নাকি সমর্থকদের মুখ ফিরিয়ে নেওয়া? বাংলাদেশ বনাম ভারতের মধ্যে সিরিজ নিয়ে বাংলাদেশ সমর্থকদের মুখ ফিরিয়ে নেওয়াকে কী বলা যায় সেটা নিয়েই ভাবছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিশেষ করে ৫০ ওভারের ক্রিকেটে। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচে দেখা গেছে সেই ছবি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড প্রায় ফাঁকা ছিল অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচে। সেই থেকেই শিক্ষা নিয়ে এবার ভারতের বিরুদ্ধে ম্যাচে টিকিটের দাম কম রাখল বাংলাদেশে ক্রিকেট বোর্ড। ভারতীয় মুদ্রায় ১৬০ টাকা থেকে শুরু হয়েছে টিকিটের দাম, আন্তর্জাতিক ম্যাচের পরিপ্রেক্ষিতে যা অনেকটাই কম। তাও এই দামের টিকিট নিয়েও স্টেডিয়াম ভর্তি হবে কি না তা নিয়ে সন্দিহান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারাই।
Bangladesh vs India ODI Series 2022 : ভারতের বিরুদ্ধে নামার আগে ধাক্কা বাংলাদেশের, ছিটকে গেলেন এই পেসার
ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়োজিত হবে প্রথম দুটি ম্যাচ। যার টিকিটের নূন্যতম দাম রাখা হয়েছে ১৬০ টাকা। সর্বোচ্চ দাম ১২০০ টাকা। যেটা IPL-এ একটা ম্যাচের টিকিটের গড় দাম। ৩ তারিখ থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। BCB-র খবর, টিকিটের দাম নূন্যতম ১৬০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকিটের দাম ২৩৮টাকা, ক্লাব হাউসের টিকিটের দাম ৩৯৭টাকা, VIP গ্যালারির দাম ৭৯৩ টাকা ও গ্র্য়ান্ড স্ট্যান্ড টিকিটের দাম ১২০০ টাকা (প্রতিটাই ভারতীয় মুদ্রার হিসেব)। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই টিকিটের দাম দেখেই বোঝা যায় সমর্থকদের মধ্যে টিকিট নিয়ে আগ্রহ কতটা।
India vs Bangladesh : ঢাকায় ভারতের অনুশীলন দেখতে ভিড়, ঘরের মাঠে পাত্তাই পেলেন না সাকিবরা
অনুশীলনেই দেখা গেছে ওডিআই সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে অনীহা। যেমন অনুশীলনের সময় বাংলাদেশের অনুশীলনে হাজির ছিলেন গুটিকতক সমর্থক, যেখানে ভারতের অনুশীলন দেখতে ভিড় জমিয়েছিলেন তাঁরা।
IPL : ফের বিশ্বরেকর্ড, গিনেস বুকে নয়া কীর্তি IPL টুর্নামেন্টের
বাংলাদেশ ও ভারতের মধ্যেকার এই সিরিজ ওয়ার্ল্ড সুপার লিগের অংশ নয়। কারণ দুই দলই ওডিআই বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে (আয়োজক হিসেবে ভারত অটোমেটিক সুযোগ পাবে)। তবে বাংলাদেশে ৭ বছর পর খেলবে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ফলে সমর্থকরা তাদের সামনে থেকে দেখতে চাইবেন। এবার বাংলাদেশ পাবে না তামিম ইকবাল ও তাসকিন আহমেদকে। চোটের কারণে বেরিয়ে গেছেন তাঁরা।
India vs Bangladesh Live Streaming : Hotstar বা Amazon Prime নয়! কোথায় দেখবেন ভারত-বাংলাদেশ সিরিজ?
ওডিআই ক্রিকেট কি জৌলুস হারাচ্ছে?
সম্প্রতি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যেকার তৃতীয় ওডিআই ম্যাচ আয়োজিত হল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। যেটায় ছিল সর্বনিম্ন দর্শক। প্রথম দুটো ম্যাচ আয়োজিত হয়েছিল অ্যাডিলেড ও সিডনিতে, সেখানেও দর্শক হয়নি পর্যাপ্ত। সাম্প্রতিক একটি সার্ভে অনুসারে ৩৩.৬ শতাংশ দর্শক মনে করেন ওডিআই ক্রিকেট আগামী ১০-১৫ বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে। ৫০ শতাংশের বেশি দর্শক মনে করেন ওডিআই ক্রিকেট টিকে থাকবে। ৪১ শতাংশ মনে করেন টি-২০ ক্রিকেট ভবিষ্যৎ আর ৬.৭ শতাংশ মনে করেন টেস্ট ক্রিকেট ভবিষ্যৎ।
লেখকের সম্পর্কে জানুন
নবীন পাল
ছোট থেকে খবরের প্রতি ভালোবাসাই সাংবাদিক হতে সাহায্য করেছে। ২০১৪ সাল থেকে সাংবাদিকতায় হাতেখড়ি। বড় ময়দানে ২০১৭ সালে। ETV ভারত, মাইক্রোসফট নিউজ ঘুরে এখন এই সময় ডিজিটালের হয়ে চার-ছয় মারছেন, কয়েকটা বাইসাইকেল কিকও হয়েছে। ফুটবল-ক্রিকেট-টেনিস থেকে অ্যাথলেটিক্স সহ খেলার দুনিয়ার সবকিছু দেখা ও তা নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসেন। অবসর সময়ের সঙ্গী বই। আর এক নেশা আবৃত্তি।... আরও পড়ুন

পরের খবর