অ্যাপশহর

সুযোগ মেলেনি দলে, আত্মহত্যার চেষ্টা পাক পেসারের! অবস্থা সংকটজনক

সূত্র থেকে জানা গিয়েছে, দলে সুযোগ না পাওয়ার হতাশায় শোয়েব নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। মঙ্গলবার তাঁকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 22 Jun 2022, 8:22 pm
সম্প্রতি ইন্টারেস্ট চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। আশা ছিল, এই টুর্নামেন্টের ঘরোয়া দলে সুযোগ পাবেন তিনি। কিন্তু, শেষ পর্যন্ত তেমনটা না হওয়ার কারণে অবশেষে আত্মহত্যার পথই বেছে নিয়েছিলেন পাকিস্তানের এক উদীয়মান ক্রিকেটার। ঘটনাটি দক্ষিণ সিন্ধ প্রান্তের হায়দরাবাদ এলাকার। জানা গিয়েছে, ওই ক্রিকেটারের নাম শোয়েব। তিনি পেস বোলিং করেন।
EiSamay.Com ei-samay.
ছবিটি প্রতীকী


সূত্র থেকে জানা গিয়েছে, দলে সুযোগ না পাওয়ার হতাশায় শোয়েব নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। মঙ্গলবার তাঁকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিবারের একজন সদস্য জানিয়েছেন, চ্যাম্পিয়নশিপের ট্রায়ালের পরে কোচ শোয়েবকে দলে জায়গা দেননি। আর তারপরেই সে অবসাদে যেতে শুরু করে। নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিল।
করোনা আক্রান্ত Virat Kohli, অনিশ্চিত টিম ইন্ডিয়ার অনুশীলন
তিনি আরও যোগ করেছেন, "ওকে আমরা বাথরুমের মধ্যে পড়ে থাকতে দেখি। ওর হাতের শিরা কাটা ছিল। অচৈতন্য অবস্থাতেই ওকে সেখান থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও ওর অবস্থা যথেষ্ট সংকটজনক।" তবে এমন ঘটনার সাক্ষী আগেও থেকেছে পাকিস্তান। ২০১৮ সালে অনূর্ধ-১৯ ক্রিকেটার মহম্মদ জারয়াব দলে সুযোগ না পাওয়ার কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। তবে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
"দিনের পর দিন ধরে আমাকে যৌন নিগ্রহ করেছে", বিস্ফোরক অভিযোগ পাক জাতীয় ক্রিকেট দলের কোচের বিরুদ্ধে
অন্যদিকে আবার পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন কিংবদন্তী ব্যাটার জাহির আব্বাস করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শোনা যাচ্ছে, দুবাই থেকে লন্ডন আসার সময়েই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।আপাতত তাঁকে ICU-তে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন অবস্থা যথেষ্ট সংকটজনক। ১৯৬৯ সালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন আব্বাস। নিজের সময়ে তিনি যথেষ্ট ভালো একজন ব্যাটার ছিলেন। ৭২টি টেস্ট ম্যাচে তিনি মোট ৫,০৬২ রান করেন। পাশাপাশি ৬২টি একদিনের ম্যাচে তিনি মোট ২,৫৭২ রান করেছেন।
ভারতীয় ক্রিকেট শিবিরে করোনা হানা, আশঙ্কার মেঘ ইংল্যান্ড টেস্টে!
একটা সময় বিশ্বের সেরা ব্যাটারদের তালিকায় উল্লেখ করা হত জাহির আব্বাসের নাম। জানা গিয়েছে, দুবাই থেকে লন্ডন যাওয়ার সময়ই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানিয়েছিলেন যে তাঁর গোটা শরীরে যন্ত্রণা হচ্ছে। তবে লন্ডনে পা রাখার পরে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। জিও নিউজের সূত্র থেকে জানা গিয়েছে, "আপাতত ওঁর ডায়ালিসিস চলছে। চিকিৎসকেরা তাঁকে বাইরের কারোর সঙ্গে দেখা করতে মানা করেছেন।" তবে আপাতত গোটা ক্রিকেট বিশ্ব তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল