অ্যাপশহর

ফিরোজ শাহ কোটলায় বিরাটের নামে নয়া স্ট্যান্ড

কিছু দিন আগেই এক দশকে ২০ হাজার আন্তর্জাতিক রানের কৃতিত্ব ছুঁয়েছেন। দিনে দিনে বাড়ছে তাঁর ভক্তের সংখ্যাও। সেই সংখ্যাই প্রতিফলিত হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে। তা ছাড়া সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় থাকেন বিরাট।

EiSamay.Com 19 Aug 2019, 1:28 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ঠিক ১১ বছর পর ফিরোজ শাহ কোটলায় স্ট্যান্ড হচ্ছে বিরাট কোহলির নামে। দিল্লি ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) পক্ষ থেকে রবিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ ক্ষেত্রে ভারতীয় ক্যাপ্টেনই কনিষ্ঠতম সক্রিয় ক্রিকেটার হবেন যাঁর নামে স্ট্যান্ড হবে এই স্টেডিয়ামে।
EiSamay.Com a new stand in firoz shah kotla stadium to be named after virat kohli
বিরাটের নামে নয়া স্ট্যান্ড


আগামী ১২ সেপ্টেম্বর জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক অনুষ্ঠানে সরকারি ভাবে ঘোষণা হবে এই স্ট্যান্ডের নামের। ডিডিসিএ প্রেসিডেন্ট রজত শর্মার কথায়, ‘সারা বিশ্বে ক্রিকেটে অসাধারণ অবদান রেখেছেন বিরাট কোহলি। তাঁকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।’

এ দিকে, টুইটার, ফেসবুক ও ইন্সটাগ্রাম-- সোশ্যাল মিডিয়ার তিন প্ল্যাটফর্মেই বিরাট কোহলির ফলোয়ারের সংখ্যা ছাড়াল তিন কোটির গণ্ডি। এই কৃতিত্বে ক্রিকেটার হিসেবে বিশ্বে সবার আগে বিরাটই।

কিছু দিন আগেই এক দশকে ২০ হাজার আন্তর্জাতিক রানের কৃতিত্ব ছুঁয়েছেন। দিনে দিনে বাড়ছে তাঁর ভক্তের সংখ্যাও। সেই সংখ্যাই প্রতিফলিত হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে। তা ছাড়া সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় থাকেন বিরাট। যা ভক্তসংখ্যা বেড়ে যাওয়ার একটা ফ্যাক্টর। ভারতীয়দের মধ্যে বিরাটের পর দ্বিতীয় স্থানে আছেন সচিন তেন্ডুলকর। যাঁর টুইটারে ভক্তসংখ্যা ৩ কোটি ১ লক্ষ। কিন্তু ফেসবুক ও ইন্সটাগ্রামে সচিনের ফলোয়ার সংখ্যা যথাক্রমে ২ কোটি ৮০ লক্ষ এবং ১ কোটি ৬৫ লক্ষ। এর পরে তিন নম্বরে আছেন মহেন্দ্র সিং ধোনি।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল