অ্যাপশহর

প্রথম মহিলা হিসেবে ২০০তম ওয়ানডে খেলবেন মিতালি

২০০ তাঁর কাছে নেহাতই একটি সংখ্যা। কিন্তু, সেই সংখ্যা ছোঁয়ার কৃতিত্ব এখনও পর্যন্ত আর কোনও মহিলা ক্রিকেটারের নেই। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ ২০০তম একদিনের ম্যাচ খেলতে নামছেন।

EiSamay.Com 2 Feb 2019, 1:41 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০০ তাঁর কাছে নেহাতই একটি সংখ্যা। কিন্তু, সেই সংখ্যা ছোঁয়ার কৃতিত্ব এখনও পর্যন্ত আর কোনও মহিলা ক্রিকেটারের নেই। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ ২০০তম একদিনের ম্যাচ খেলতে নামছেন।
EiSamay.Com Mithali-Raj final


এক সাক্ষত্‍‌কারে মিতালি বলেন, 'আমার কাছে ২০০তম ম্যাচ নেহাতই একটা সংখ্যা। তবে, এতদূর আসতে পেরে ভালো তো লাগবেই।'

মিতালি রাজের কথায়, 'যখন আমি ব্যাট হাতে প্রথম বাইশগজে নেমেছিলাম, লক্ষ্য ছিল ভারতের জাতীয় দলের জার্সি পরা। কিন্তু, কোনও দিনই ভাবিনি ২০০টা একদিনের ম্যাচ খেলে ফেলব।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল