অ্যাপশহর

কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছেন চাহাল, শেয়ার করলেন ইমোশনাল পোস্ট

চাহালের মা-বাবা দুজনেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিপূর্বে তাঁর শাশুড়ি এবং শ্যালকও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাঁরা অবশ্য আপাতত সুস্থ হয়ে উঠেছেন।

Lipi 16 May 2021, 12:55 pm
এইসময় ডিজিটাল ডেস্ক : বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের স্পিনার যুজবেন্দ্র চাহাল অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছেন। চাহালের মা-বাবা দুজনেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিপূর্বে তাঁর শাশুড়ি এবং শ্যালকও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাঁরা অবশ্য আপাতত সুস্থ হয়ে উঠেছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা ইমোশনাল পোস্ট করলেন যুজবেন্দ্র চাহাল।
EiSamay.Com Yuzvendra Chahal
যুজবেন্দ্র চাহাল এবং মহেন্দ্র সিং ধোনি


চাহাল নিজের ইনস্টাগ্রাম পেজে পরিবারের একটা ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "নিজের পরিবারের লোকেদের সবসময় কাছাকাছি রাখুন.." সেইসঙ্গে চাহাল একটা হার্ট ইমোজিও শেয়ার করেছেন। আপাতত ফ্যানেরা চাহালকে সান্ত্বনা দিচ্ছেন এবং সেইসঙ্গে তাঁর বাবা মায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন।
View this post on Instagram A post shared by Yuzvendra Chahal (@yuzi_chahal23)


এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে যুজবেন্দ্র চাহালের মা-বাবা যে করোনায় আক্রান্ত হয়েছেন, সেই খবরটা প্রথম প্রকাশ্যে আনেন তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মা। ধনশ্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, "এপ্রিল-মে মাসটা আমাদের কাছে যথেষ্ট কঠিন এবং চ্যালেঞ্জিং ছিল। প্রথমে আমার মা এবং ভাই করোনায় আক্রান্ত হয়েছিল। এই দুজনের যখন করোনা হয়েছিল, তখন আমি IPL টুর্নামেন্টের বায়ো-বাবলের মধ্যে ছিলাম। আর আমি কোনও সাহায্য করতে পারছিলাম না।"

ধনশ্রী আরও লিখেছিলেন, "যদিও প্রতি মুহূর্তে আমি গোটা পরিস্থিতির খবর রাখছিলাম। পরিবারের থেকে দূরে থাকার ঝামেলা অনেক। তবে ভালো খবর এটাই যে মা এবং ভাই দুজনেই সুস্থ হয়ে উঠেছে। কিন্তু, করোনার কারণে আমি নিজের কাকিমাকে হারিয়েছি।"

সবশেষে তিনি লিখেছেন, "আমার শ্বশুর এবং শাশুড়ি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমার শ্বশুর (যুজবেন্দ্র চাহালের বাবা) হাসপাতালে ভর্তি আর শাশুড়িকে ঘরেই দেখাশোনা করা হচ্ছে।" এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আইপিএল টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের ক্রিকেটার ছিলেন চাহাল। শ্রীলঙ্কা সফরে তিনি ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেতে পারেন। এখানে ভারতীয় ক্রিকেট দল সীমিত ওভারের সিরিজ় খেলবে।

পরের খবর