অ্যাপশহর

Wridhhiman Saha : IPL ফাইনাল মানেই ঋদ্ধি শো! ঝকঝকে হাফসেঞ্চুরিতে বার্তা, '...অভি বাকি হ্যায়'

আইপিএল টুর্নামেন্টের ফাইনালে ঋদ্ধিমান সাহার ব্যাটিং রেকর্ড বরাবরই বেশ ভালো। ইতিপূর্বে তিনি শতরানও করেছিলেন। সেই ঝলকই সোমবার দেখতে পাওয়া গেল।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 29 May 2023, 9:56 pm
অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইতিমধ্যেই চলতি আইপিএল টুর্নামেন্ট জমে উঠেছে। আর আইপিএল ফাইনালে আরও একবার গর্জে উঠল ঋদ্ধিমান সাহার ব্যাট। ২০১৪ সালে এমনই এক IPL ফাইনালে শতরান করেছিলেন তিনি। তবে এবার শতরান হয়নি তো কী হয়েছে, ঝকঝকে হাফসেঞ্চুরিতেই সকলের হৃদয় জয় করে নিয়েছেন তিনি।
EiSamay.Com Wriddhiman Saha
গুজরাট টাইটান্স দলের উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা


সোমবার ২০২৩ আইপিএল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শুরু থেকেই 'সুপারম্যান' ঋদ্ধিমানের ব্যাটে ধামাকা দেখতে পাওয়া যায়। এই ম্যাচে মাত্র ৩৯ বলে তিনি ৫৪ রানের একটা অনবদ্য ইনিংস উপহার দিলেন। গত বেশ কয়েকটা ম্যাচে ঋদ্ধির ব্যাট বেশ শান্তই দেখতে পাওয়া গিয়েছিল। এমনকী ফাইনাল ম্যাচে তাঁকে ওপেনিং স্লটে পাঠানো হবে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছিল। অনেকে তো আবার এও বলতে শুরু করেছিলেন যে টুর্নামেন্টের অন্তিম ম্যাচে নাকি বিজয় শঙ্করকে শুভমানের সঙ্গে ওপেনিং পার্টনারশিপ গড়তে দেখা যাবে। কিন্তু, শেষপর্যন্ত আর দলে কোনও রদবদল করতে চাননি হার্দিক পান্ডিয়া। আর অধিনায়কের এই ভরসার দাম দিয়েছেন বাংলার প্রাক্তন এই ক্রিকেটার।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের ফাইনাল ম্যাচে শুভমানের সঙ্গে শুরুটা বেশ ভালোই করেছিলেন ঋদ্ধি। পাওয়ার প্লে চলাকালীন গুজরাট বিনা উইকেটে ৬২ রান করে ফেলে। আইপিএল ফাইনালের ইতিহাসে ইতিপূর্বে এত রান আর কোনও দল করতে পারেনি। তবে এটাই প্রথমবার নয় যে আইপিএল ফাইনালে ব্যাট হাতে জ্বলে উঠলেন ঋদ্ধিমান সাহা। এখনও পর্যন্ত তিনি তিনবার আইপিএল ফাইনাল খেলেছেন। তারমধ্যে একটি শতরান করার পাশাপাশি তিনটে হাফসেঞ্চুরিও করেছেন তিনি।

আপনারা অনেকেই হয়ত জানেন যে ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঋদ্ধি মাত্র ৫৫ বলে ১১৪ রানে অপরাজিত ছিলেন। যদিও শেষপর্যন্ত তাঁর দলকে হেরে যেতে হয়েছিল। সোমবার ঋদ্ধির এই ৫৪ রানের ইনিংস গুজরাট টাইটান্সকে যে একটা ইতিবাচক শুরুয়াত দিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বলা ভালো, বড় রানের ভিতটা তিনিই স্থাপন করে দিয়ে যান। প্রসঙ্গত আইপিএল টুর্নামেন্টের তিনটে ফাইনাল ম্যাচে ঋদ্ধি মোট ১৮৪ রান করেন। পাশাপাশি ফাইনাল ম্যাচে সর্বাধিক রান সংগ্রহকারীদের মধ্যে তিনি চতুর্থ স্থানে রয়েছেন।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর