অ্যাপশহর

‘হারানোর কিছু নেই,’ ফাইনালে নামার আগে পেপটক ম্যাককালামের

শুক্রবার একটি ভিডিয়ো শেয়ার করে কলকাতা নাইট রাইডার্স। দেখা যায়, নাইট ব্রিগেডকে পেপটক দিচ্ছেন ম্যাককালাম। এই মরশুমে কামব্যাকের নতুন সংজ্ঞা লিখেছে কলকাতা।

EiSamay.Com 15 Oct 2021, 6:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: IPL-এ অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। একদিকে ফাইনালে অপরাজেয়র রেকর্ড ধরে রাখতে মরিয়া নাইট ব্রিগেড অন্যদিকে সুপার কিংস দাপটের সঙ্গে শেষ করতে মরিয়া IPL। এই হাইভোল্টেজ ম্যাচে নামার আগে প্লেয়ারদের মানসিকভাবে সতেজ রাখা খুব গুরুত্বপূর্ণ। এবার সেই কাজটাই করতে দেখা গেল KKR কোচ ব্রেন্ডন ম্যাককালামকে।
EiSamay.Com Brendon McCullam
কলকাতা নাইট রাইডার্স দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম, ছবি সৌজন্য - টুইটার


এই মরশুমে কামব্যাকের নতুন সংজ্ঞা লিখেছে কলকাতা। প্রথম পর্বে সাতটা ম্যাচের মধ্যে দুটো জিতেছিল KKR। কিন্তু দ্বিতীয় পর্বে অন্য মানসিকতা ছিল। ফলস্বরূপ ফাইনালে তারা। আর একটা ম্যাচ জিতলেই তৃতীয়বার IPL ট্রফি ঘরে তুলবে KKR।

শুক্রবার একটি ভিডিয়ো শেয়ার করে কলকাতা নাইট রাইডার্স। দেখা যায়, নাইট ব্রিগেডকে পেপটক দিচ্ছেন ম্যাককালাম। তিনি বলেন, ‘মনে করো সব কিছু আমাদের মত চলল। সাতটা ম্যাচে দুটো জয় থেকে গত পাঁচ সপ্তাহে আমরা ট্রফির দোরগোড়ায় চলে এসে গেছি। যাত্রাটা একবার ভাবো। এই যাত্রাটা কীভাবে বর্ণনা করবে, সেটা একবার ভাবো। নিজের অভিজ্ঞতা কীভাবে শেয়ার করবে, সেটাও ভাবো। সেটা আমাদের সামনে আছে। এটা আমাদের উজ্জীবিত করতে। আমাদের হারানোর কিছু নেই, এটাই আমাদের আরও ভয়ঙ্কর করে তুলবে।’

এলিমিনেটর পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও তারপর দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে KKR। ব্যাটিং বিপর্যয় হলেও সামাল দিয়েছে সেটা। সেই ভুলটা যাতে ফাইনালে না হয় সেটাই ঠিক করতে এখন মরিয়া নাইটরা।

IPL-এ এবার অন্যতম শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স। দলের বোলিং বাকিদের কাছে ঈর্ষণীয়। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং অন্যতম শক্তিশালী। ২০১২ সালে এই চেন্নাইকে হারিয়েই প্রথমবার ট্রফি ঘরে তুলেছিল KKR। এবারও সেটার পুনরাবৃত্তি হবে বলে আশাবাদী ২০১২ সালে KKR-এর IPL জয়ী অধিনায়ক গৌতম গম্ভীর। তিনি মনে করেন, আজকের ম্যাচটা হবে চেন্নাইয়ের ব্যাটিং ও কলকাতার বোলিংয়ের মধ্যে।

তাঁর মনে, স্পিনারদের পাশাপাশি কলকাতার লকি ফার্গুসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুবাইয়ের পিচ থেকে পেসাররা সাহায্য পাবে বলে মনে করেন তিনি। বলেন, ‘শুধু ঋতুরাজ বা ডু প্লেসি ভালো ফর্মে নেই। রবিন উথাপ্পাও ভালো ফর্মে আছে। এটা চেন্নাইয়ের ব্যাট ও কলকাতার বলের লড়াই হবে। শারজায় খেলা হলে লকি ফার্গুসন কোনও ফ্যাক্টর হত না, কিন্তু দুবাইতে লকি ভয়ঙ্কর হতে পারে।’

কলকাতা নাইট রাইডার্সের হয়ে বরুণ চক্রবর্তী এখনও পর্যন্ত নিয়েছেন ১৮টা উইকেট। সুনীল নারিন ১৪টা ও ফার্গুসন ১৩টা করে উইকেট নিয়েছেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল