অ্যাপশহর

ধোনির ফেরাটাই আইপিএলের এ বার সেরা আকর্ষণ: সহবাগ

শুধু ক্রিকেটপ্রেমীদের কাছেই নয়, ক্রিকেটারদের কাছেও ধোনিকে বাইশ গজে পাওয়া যথেষ্ট আনন্দের বলে মনে করছেন সহবাগ। তাঁর সাফ কথা, 'ধোনির মাঠে ফেরাটা একই সঙ্গে দর্শক ও ক্রিকেটারদের কাছে সুখের।'

EiSamay 17 Sep 2020, 10:32 am
এই সময়: অবশেষে মুম্বই ইন্ডিয়ান্স-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এ বারের বহুচর্চিত আইপিএল। এবং এই আইপিএলে ক্রিকেটপ্রেমীদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির মাঠে ফেরা। অন্তত বীরেন্দ্র সহবাগ এমনটাই মনে করছেন।
EiSamay.Com sehwag and dhoni
সহবাগ ও ধোনি। ফাইল ছবি


সহবাগের কথায়, 'আমার মনে হয়, এ বারের টুর্নামেন্টটা সবার কাছে বাড়তি স্পেশ্যাল হতে চলেছে। আসলে ধোনিকে আবার মাঠে দেখতে পাওয়ার আনন্দটা একেবারে অন্য রকম হবে।'

শুধু ক্রিকেটপ্রেমীদের কাছেই নয়, ক্রিকেটারদের কাছেও ধোনিকে বাইশ গজে পাওয়া যথেষ্ট আনন্দের বলে মনে করছেন সহবাগ। তাঁর সাফ কথা, 'ধোনির মাঠে ফেরাটা একই সঙ্গে দর্শক ও ক্রিকেটারদের কাছে সুখের।' তারপর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জুড়ে দিয়েছেন, 'নিশ্চয়ই ঝুলিতে আরও অনেক কিছু রয়েছে। আমাকে কি আর কিছু বলতে হবে?'

ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের পর আর ক্রিকেট খেলেননি ধোনি। তার মধ্যে এ বছর ১৫ অগস্ট নাটকীয় ভাবে টুইট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন। এখন শুধু সিএসকে-র হলুদ জার্সিতেই খেলতে দেখা যাবে। তাই সহবাগের কথার যথেষ্ট যুক্তি রয়েছে।

সম্প্রতি দুবাইয়ে সিএসকে-র হয়ে চুটিয়ে প্র্যাক্টিস করতে দেখা গিয়েছে ধোনিকে। এমনকী প্র্যাক্টিস ম্যাচে মেরেছেন নিজের ট্রেডমার্ক ওভারবাউন্ডারিও। আবার চেন্নাইয়ের স্লোগান 'হুইসল পোড়ু' অর্থাৎ সিটি দিয়েও মাহি মাতাচ্ছেন গোটা শিবির। সে সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

যা দাঁড়াল, সহবাগের সুরে সুর মিলিয়ে ভারতীয় ক্রিকেট মহলও যেন বলছে, এই আইপিএল ধোনির আইপিএল।

পরের খবর