অ্যাপশহর

"Virat Kohli বিশ্বকাপ খেলবেই", দাবি Dinesh Karthik-এর

প্রথম ১৩টা ম্যাচে কোহলি ২৩৬ রান করেছেন। গড় ১৯.৬৭। শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কোহলি করেন ৫৪ বলে ৭৩ রান। কোহলির এই পারফরমেন্স দেখে ভারতের প্রাক্তন স্পিনার মুরলি কার্তিক মনে করেন, কোহলি যেকোনওদিন জ্বলে উঠতে পারেন।

Produced byকৌশিক বিশ্বাস | Lipi 24 May 2022, 7:08 pm
শেষ মুহূর্তে প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal )। মুম্বই ইন্ডিয়ান্স দিল্লি ক্য়াপিটালসকে না হারালে বিরাটদের IPL অভিযান শেষ হত। এবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এলিমিনেটর খেলবে তারা। চলতি মরশুমে সেভাবে বিরাট নিজেকে মেলে ধরতে পারেননি। কয়েকটা ম্যাচে ভালো খেললেও অধিকাংশ ম্যাচে হতাশ করেছেন।
EiSamay.Com Virat Kohli Main (7)
বিরাট কোহলি, ছবি সৌজন্য - Instagram


প্রথম ১৩টা ম্যাচে কোহলি ২৩৬ রান করেছেন। গড় ১৯.৬৭। শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কোহলি করেন ৫৪ বলে ৭৩ রান। কোহলির এই পারফরমেন্স দেখে ভারতের প্রাক্তন স্পিনার মুরলি কার্তিক মনে করেন, কোহলি যেকোনওদিন জ্বলে উঠতে পারেন। তিনি বলেন, “আপনি এইধরনের প্লেয়ারকে দলের বাইরে রাখতে পার না। তারউপর সেটা যখন টি-২০ বিশ্বকাপ হয়। কারণ ও জায়গাটা অর্জন করেছে ও কী এবং ও কী করতে পারে তারজন্য।”

কার্তিক জানান, রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টস নিলামে ভালো করেছে কারণ তারা ট্যালেন্টেড তরুণ প্লেয়ারদের দলে নিয়েছে। যারা দলকে প্লে অফে আনতে পেরেছে। তরুণ প্লেয়ারদের সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারাটাই আসল। যেটা এই দলগুলো করতে পেরেছে।

IPL-এর অন্যতম সফল দুই দল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স এবার খারাপ ফল করেছে। এরজন্য নিলামকেও দায়ি করেন কার্তিক। তাঁর মতে সঠিক নিলাম হলে দল সাফল্য পেত। তিনি বলেন, “বুমরাহ বোলিংয়ে সাপোর্ট পায়নি। সুপার কিংসের বোলাররা পারফর্ম করেছে তবে সমষ্টিগতভাবে তা যথেষ্ট ছিল না। ফলে ওদের কাছে এটা কঠিন হয়েছে।”

এবার IPL থেকে একাধিক নতুন মুখ উঠে এসেছে। জাতীয় দলে ডাকও পেয়েছে তাদের মধ্যে থেকে দুজন। এছাড়া একাধিক প্লেয়ার জাতীয় দলে সুযোগ পাওয়ার দাবিদার। তবে IPL-এর থেকে সবথেকে কঠিন জাতীয় দলের হয়ে খেলা। এমনটাই মনে করেন কার্তিক। তাঁর IPL ক্যারিয়ারে মোট চারটে দলের হয়ে খেলেছেন। কলকাতা নাইট রাইডার্স, পুনে ওয়ারিয়র্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কিংস ইলেভেন পঞ্জাব। এতগুলো দলে খেললেও তিনি মনে করেন জাতীয় দলের হয়ে খেলা সবথেকে কঠিন। সবথেকে চ্যালেঞ্জিং ছিল তাঁর কাছে। তাঁর ক্রিকেট ক্যারিয়ারের মধ্যে তিনি ২০০৪-০৫ মরশুমে অস্ট্রেলিয়া সফরের কথা স্মরণীয়। যেখনে তিনি সাত উইকেট নিয়েছিলেন ও দলকে জিতিয়েছিলেন। তাঁর ক্যারিয়ারের সেরা মুহূর্ত সেটা।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল