অ্যাপশহর

মুম্বইয়ের সূর্যকুমারকে স্লেজ করে তোপের মুখে বিরাট, 'লজ্জা হওয়া উচিত'! নেটপাড়ায় তীব্র ভর্ৎসনা

বিরাট যখন স্লেজ করছিলেন, সেই সময় সূর্যকুমার যাদব ছিলেন এক্কেবারে কুল মেজাজে। বিরাটের স্লেজিংয়ে যেন তাঁর একটা ডোন্ট পরোয়া ভাব! আর সূর্যকুমারের এমনতর ব্যবহার নেটাগরিকদের মন জিতে নিয়েছে।

EiSamay.Com 29 Oct 2020, 4:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আবু ধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-কে একা দায়িত্ব নিয়ে হারিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। সূর্যের ৪৩ বলে ৭৯ রানের মারাত্মক ইনিংসের সুবাদেই ১৯ ওভার ১ বলে ম্যাচ জিতে নেয় মুম্বই। তবে ম্যাচের ১৩তম ওভারে এহেন সূর্যকুমারকেই স্লেজিং করার চেষ্টা করেছিলেন ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। আর যে কারণে নেটপাড়ার লোকজন বিরাটের প্রতি তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন।
EiSamay.Com Virat Kohli Suryakumar Yadav


দিন দুয়েক আগেই আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতীয় দল ঘোষিত হয়েছে। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি কোনও দলেই ঠাঁই হয়নি আইপিএলের সুপার পারফর্মার সূর্যকুমার যাদবের। হরভজন সিংয়ের মতো তারকা বোলার সূর্যকুমারকে নিয়ে গলা ফাটিয়েছেন। এত ভালো ব্যাট করার পরেও কেন ভারতীয় দলে সূর্যকুমার যাবদকে নেওয়া হল না, প্রশ্ন তুলেছেন ভাজ্জি।

অন্য দিকে দিলীপ বেঙ্গসরকারের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং সিলেক্টরও বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্নচিহ্ন ছুঁড়ে দিয়েছেন। বেঙ্গসরকারের কথায়, 'কেন সূর্যকুমার যাদবকে ভারতীয় দলে নেওয়া হল না, এই প্রশ্ন সিলেক্টরদের করা উচিত বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের।' শুধু বেঙ্গসরকারই নন। সূর্যকুমার ভারতীয় দলে জায়গা না পাওয়ায় বেজায় খাপ্পা নেটপাড়ার লোকজন।

এর মাঝেই আবার গত ম্যাচে ৫ উইকেটে ব্যাঙ্গালোরকে হারায় মুম্বই। সেই ম্যাচেই আবার নজরকাড়া ব্যাটিং করেছেন যাদব। আর সেই সূর্যকুমার যাদব ম্যান অফ দ্য ম্যাচ হতেই ভারতীয় ক্রিকেট দল নির্বাচনে সিলেক্টরদের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয়েছে ট্যুইটারে। গতরাতে এক সময়ে তো আবার #BCCIPolitics ট্রেন্ডিং হয়ে যায় ট্যুইটারে।

আরও পড়ুন: আবু ধাবিতে রাতের আকাশেই 'সূর্যোদয়'! ব্যাঙ্গালোর বধ করে পয়েন্ট টেবলের টপে মুম্বই

এতসব বিতর্কে আবার ঘৃতাহুতি দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি নিজেই। গত ম্যাচে কোনও মতেই দলকে বাগে আনতে পারছিলেন না বিরাট। তারপরে আবার নিজে রান করেছেন মাত্র ৯। সূর্যকুমার যাদবকে আউট করতে না পেরেই একটা সময়ে স্লেজিং করা শুরু করেন কোহলি। আর তাতেই নেটপাড়ায় বিস্তর ট্রোল করা হয়েছে বিরাট কোহলিকে।

আরও পড়ুন: সূর্যকুমারের অনবদ্য ৭৯, ৫ উইকেটে RCB-কে হারাল MI

তবে বিরাট যখন স্লেজ করছিলেন, সেই সময় সূর্যকুমার যাদব ছিলেন এক্কেবারে কুল মেজাজে। বিরাটের স্লেজিংয়ে যেন তাঁর একটা ডোন্ট পরোয়া ভাব! আর সূর্যকুমারের এমনতর ব্যবহার নেটাগরিকদের মন জিতে নিয়েছে।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল