অ্যাপশহর

আকাশ ছুঁতে চলেছে IPL-এর মিডিয়া রাইটসের মূল্য, বিপুল লাভের আশায় BCCI

২০১৭ সালে স্টার ইন্ডিয়া পাঁচ বছরের জন্য সম্প্রচারের স্বত্ত্ব পেয়েছিল ১৬ হাজার ৩৪৭ কোটি টাকার বিনিময়ে। সেটি ছিল তার আগে মিডিয়া রাইটসের ১৫৮%। তারপর এই বছর নূন্যতম বিডের পরিমাণ বাড়বে প্রায় ১০০%।

Produced byকৌশিক বিশ্বাস | Lipi 10 Jun 2022, 8:06 pm
IPL ২০২২ মরশুম সফলভাবে শেষ হওয়ার পর এবার বোর্ডের নজরে আসন্ন নিলাম। আগামী পাঁচ বছরের জন্য IPL-এর মিডিয়া স্বত্ত্ব কার কাছে যাবে তারজন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছে BCCI। এই প্রথমবার মিডিয়া স্বত্ত্ব ই-নিলাম করা হবে। তবে এবার নিলামের মূল্য আকাশ ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে।
EiSamay.Com IPL Trophy main
১২ জুন থেকে শুরু হবে ই-নিলাম প্রক্রিয়া, ছবি সৌজন্য - Twitter@IPL


১২ জুন থেকে শুরু হবে ই-নিলাম প্রক্রিয়া। এবার নিলামে রয়েছে একাধিক বড় নাম। গুগল, অ্যাপেল, অ্যামাজন, ডিজনি+ হটস্টার, রিলায়েন্স, সোনি, স্কাই স্পোর্টস ইউকে, জি এন্টারটেইনমেন্ট, সুপার স্পোর্টস (দক্ষিণ আফ্রিকা)।

বিডের বেস প্রাইস রাখা হয়েছে ৩২ হাজার ৮৯০ কোটি টাকা। অর্থাৎ পাঁচ বছরের জন্য যেই সংস্থাই সম্প্রচারের স্বত্ত্ব পাবে তাদের নূন্যতম এই পরিমাণ টাকার বিড দিতে হবে। সবথেকে বেশি বিড যার হবে তাকেই মিলবে স্বত্ত্ব। আশা করা হচ্ছে এই মূল্যটা গিয়ে ৪০ হাজার কোটি টাকা ছুঁতে পারে।

এবারের নিলাম চারটে ভাগে ভাগ করা হয়েছে

১) ভারতীয় উপমহাদেশে সম্প্রচার স্বত্ত্ব- ভারতীয় উপমহাদেশে সর্বনিম্ন মূল্য হল ৪৯ কোটি টাকা প্রতি ম্যাচ। অর্থাৎ প্রতিটা ম্যাচ ভারতীয় উপমহাদেশের সম্প্রচার করার জন্য় সংস্থাকে দিতে হবে ৪৯ কোটি টাকা। টুর্নামেন্টে হবে ৭৪টা ম্যাচ। যার অর্থ প্রতি বছর ৩ হাজার ৬৪৬ কোটি টাকা। পাঁচ বছরের জন্য যেই অর্থটা গিয়ে দাঁড়ায় ১৮ হাজার ১৩০ কোটি টাকা।

২) ডিজিটাল স্বত্ত্ব- অর্থাৎ অনলাইনে দেখানোর স্বত্ত্ব। এটাতে ৩৩ কোটি টাকা প্রতিটা ম্যাচ বাবদ ধরা হয়েছে। ফলে পাঁচ বছরে হবে ১২ হাজার ২১০ কোটি টাকা। বছরে ২ হাজার ৪৪২ কোটি টাকা।

৩) নন এক্সক্লুসিভ ম্যাচ- এখানে রয়েছে মরশুমের প্রথম ম্যাচ, প্লে অফ। এটা আগে ছিল না। এইবার প্রথম করা হচ্ছে। অর্থাৎ মরশুমের প্রথম ম্যাচ প্লে অফের ম্যাচগুলোর জন্য আলাদা দাম। মোট ১৮টা ম্যাচ হবে। ম্যাচ পিছু ১৬ কোটি টাকা। প্রতি বছরের জন্য হবে ২৮৮ কোটি টাকা। পাঁচ বছরের জন্য ১৪৪০ কোটি টাকা।

৪) আন্তর্জাতিক ব্রডকাস্টিং - আন্তর্জাতিক স্তরে সম্প্রচারের জন্য প্রতি ম্যাচে তিন কোটি টাকা করে ধরেছে বোর্ড। পাঁচ বছরের জন্য যার মূল্য় ১১১০ কোটি টাকা।

সূত্রের খবর, কমপক্ষে ১০টি সংস্থা বিড দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। তবে চূড়ান্তভাবে কতগুলো সংস্থা বিড করে সেইদিকে নজর থাকবে।

২০১৭ সালে স্টার ইন্ডিয়া পাঁচ বছরের জন্য সম্প্রচারের স্বত্ত্ব পেয়েছিল ১৬ হাজার ৩৪৭ কোটি টাকার বিনিময়ে। সেটি ছিল তার আগে মিডিয়া রাইটসের ১৫৮%। তারপর এই বছর নূন্যতম বিডের পরিমাণ বাড়বে প্রায় ১০০%।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল