অ্যাপশহর

করোনার দাপটে বদলে যাচ্ছে IPL-র তারিখ? গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে বোর্ড

বিগত দুটো মরশুমেই ভারতীয় ক্রিকেট বোর্ডের বিভিন্ন পরিকল্পনা এই করোনা ভাইরাসের কারণে বিপদের মুখে পড়েছিল। ২০২০ সালের গোটা IPL মরশুমটাই তো এই করোনার কারণে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করতে হয়েছিল।

EiSamay.Com 7 Jan 2022, 2:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ইতিমধ্যেই গোটা দেশে আছড়ে পড়েছে। প্রতিদিন প্রায় লাখেরও বেশি মানুষজন এই ভাইরাসে (Covid 19) আক্রান্ত হচ্ছেন। সঙ্গে চোক রাঙাচ্ছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট Omicron-ও। আর এই মারন ভাইরাসের কারণে গত ২ বছরে যেভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিভিন্ন পরিকল্পনা বাতিল করতে হয়েছে, এবছরও তার কোনও ব্যতিক্রম হচ্ছে না। সবথেকে বড় কথা, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজনের ব্যাপারেও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।
EiSamay.Com IPL main
করোনার কথা মাথায় রেখে IPL নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে বোর্ড, ছবি সৌজন্য - Twitter/IPL


বিগত দুটো মরশুমেই ভারতীয় ক্রিকেট বোর্ডের বিভিন্ন পরিকল্পনা এই করোনা ভাইরাসের কারণে বিপদের মুখে পড়েছিল। ২০২০ সালের গোটা IPL মরশুমটাই তো এই করোনার কারণে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করতে হয়েছিল। পরের বছর অর্থাৎ ২০২১ মরশুমে ভারতে IPL টুর্নামেন্টের প্রথম ভাগটা আয়োজন করা গেলেও, কোভিড অতিমারির কারণে এই টুর্নামেন্ট মাঝপথেই বন্ধ করে দিতে হয়। পরের ভাগটা মধ্য প্রাচ্যের এই দেশেই আবারও আয়োজন করা হয়েছিল। ইতিমধ্যে ভারতে করোনার তৃতীয় ঢেউ দরজায় কড়া নাড়তে শুরু করে দিয়েছে। সেকারণেই ভারতীয় ক্রিকেট বোর্ড আপাতত Plan B নিয়ে আলোচনা করতে শুরু করেছে। আর এই পরিকল্পনা অনুসারে গোটা টুর্নামেন্টটাই নাকি মুম্বইয়ে আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।

ক্রিকবাজের একটি খবর অনুসারে, BCCI-র সামনে আপাতত দুটো রাস্তা খোলা রয়েছে। প্রথমটা অবশ্য়ই প্রাথমিক পরিকল্পনা অনুসারে এগিয়ে যাবে বোর্ড। সেক্ষেত্রে ১০টি দলকেই হোম-অ্যাওয়ে ম্যাচে ভাগ করে খেলানো হবে। হোম ম্যাচগুলো নির্দিষ্ট স্টেডিয়ামেই আয়োজন করা হব। আর দ্বিতীয় বিকল্পটি হল গোটা টুর্নামেন্টই মুম্বইয়ে আয়োজন করা হবে। সেক্ষেত্রে মুম্বইয়ের তিনটে স্টেডিয়ামে (ওয়াংখেড়ে, সিসিআই এবং ডিওয়াই পাটিল স্টেডিয়াম) গোটা টুর্নামেন্ট খেলা হবে।

করোনা ভাইরাসের কারণে গত দুটো IPL মরশুম ভারতে আয়োজন করা সম্ভব হয়নি। প্রথমবার গোটা টুর্নামেন্টই আয়োজন করা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। আর পরের বছর আংশিকভাবে তা মধ্য প্রাচ্যের দেশটিকে আয়োজন করা হয়। তবে এবছর দেশের বাইরে এই টুর্নামেন্টকে নিয়ে যাওয়ার পক্ষপাতী একেবারেই নয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

ইতিপূর্বে ঠিক ছিল যে ২ এপ্রিল থেকে আসন্ন IPL মরশুম শুরু হবে। তবে সেই তারিখও বদলানোর মনস্থির করেছে বোর্ড। জানানো হয়েছে, আগামী ২৫ মার্চ থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। ডাবল হেডার ম্যাচের সংখ্যা কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তবে এই পরিকল্পনাগুলি আগামীদিনে দেশের কোভিড পরিস্থিতির দিকে তাকিয়েই বাস্তবায়িত করা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কারণে ঘরোয়া ক্রিকেট মরশুম স্থগিত করে দিয়েছে BCCI। জানানো হয়েছে, অতিমারির প্রভাব কমলে আবারও শুরু করা হবে।

পাশাপাশি করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কারণে দেশের বিভিন্ন রাজ্য প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা জারি করতে শুরু করেছে। এই পরিস্থিতিতে একথাও শুনতে পাওয়া যাচ্ছে যে IPL 2022-র মেগা অকশনের জায়গাও পরিবর্তন করা হতে পারে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল