অ্যাপশহর

MI vs SRH,IPL 2021,9th Match: অলআউট সানরাইজার্স, ১৩ রানে জয় মুম্বইয়ের

প্রথম ম্যাচ হারলেও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে মুম্বই ইন্ডিয়ান্স...সঠিক কম্বিনেশন সাজিয়ে মাঠে নামাটাই এখন সানরাইজার্স হায়দরাবাদের লক্ষ্য

EiSamay.Com 18 Apr 2021, 12:36 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ২২ গজের মহাযুদ্ধের নবম দিনে মুখোমুখি মুম্বই ও হায়দরাবাদ। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিততে মরিয়া ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার আগে সানরাইজার্স হায়দরাবাদকে ভাবাচ্ছে ব্যাটসম্যানরা। তারকার অভাব না থাকলেও সঠিক কম্বিনেশন বেছে নিতে পারছে না টিম ম্যানেজমেন্ট। বোলিং নিয়েও চিন্তায় থাকতে হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদকে। ব্যাটিং নিয়ে কিছুটা হলেও চিন্তায় থাকতে হবে মুম্বই টিম ম্যানেজমেন্টকে। ব্যাটসম্যানদের মধ্যে ধারাবাহিকতার অভাব। ম্যাচের LIVE আপডেট-
EiSamay.Com warner.


< ১৯.২ ওভারে শেষ হায়দরাবাদ, ১৩ রানে জিতল মুম্বই
< ৬ বলে দরকার ১৬ রান
< ১৮.৫ ওভারে স্কোর ১৩৪-৮
< বড়সড় ধাক্কা, সূর্যকুমারের হাতে ধরা পড়ল শঙ্করের ক্যাচ.. আউট শঙ্কর
<ক্রিজে শঙ্কর এবং ভুবনেশ্বর
< ১১ বলে দরকার ১৯ রান

Livescore
< ১৮ ওভারের শেষে স্কোর ১৩০-৭
< ফের উইকেট পতন, শূন্য রানে আউট রশিদ
< ২৪ বলে দরকার ৩১ রান
< ফের উইকেট, ৪ বলে ২ রান করে আউট এ শর্মা
< ১৪.৩ ওভারে স্কোর ১০২-৪
< ফের উইকেট পতন, গুরুত্বপূর্ণ সময়ে ১১ রানে আউট ভি সিং
<জিততে ৩৬ বলে দরকার ৪৯ রান
<১৩ ওভারে স্কোর ৯৬-৩
< জিততে ৪০ বলে দরকার ৫৩
<১১ ওভারে স্কোর ৮৬-২
< ১০ ওভারের হায়দরাবাদের স্কোর ৮০-২
< আবার উইকেট, আউট হলেন মণীশ পাণ্ডে
< জিততে হলে সানরাইজার্সের ৬৬ বলে দরকার ৮০ রান
<২২ বলে ৪৩ রান করে আউট বেয়ারস্টো
< হিট উইকেট বেয়ারস্টো
< ওয়ার্নার ২১ বলে ২২ ও বেয়ারস্টোর ১৯ বলে ৪২ রান
<৫ ওভারের স্কোর ৫৫-০
< ৪.৩ ওভারে স্কোর ৪৯-০
< ক্রিজে বোয়ারস্টো এবং ওয়ার্নার
< ২ ওভার শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৫
< ২০ ওভারে স্কোর ১৫০-৫
< পর পর ছক্কা পোলার্ডের
< আউট হার্দিক
< ১৮ রানে ক্যাচ মিস পোলার্ডের
<ক্রিজে হার্দিক ও পোলার্ড
<ফের উইকেট পতন, ১২ রানে আউট কিশান
<১৬.২ ওভারে স্কোর ১১৩-৩

< ৬.৩ ওভার শেষে স্কোর ৫৫-১
< ৬ মারতে গিয়ে আউট রোহিত
< ৪ ওভারের শেষে ৩৮-০
< রোহিতের ব্যাটে বাউন্ডারি-ওভার বাউন্ডারির ঝড়
< এক ওভারের পর মুম্বইয়ের স্কোর ৯-০

< নেমেই প্রথম বলে বাউন্ডারি
<ওপেনিংয়ে রোহিত এবং ডি'কক
<SRH থেকে বাদ পড়লেন ঋদ্ধিমান সাহা, টি নটরাজন, জেসন হোল্ডার ও শাহবাজ নাদিম
<টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মুম্বইয়ের

পরের খবর