অ্যাপশহর

রাজস্থানকে হারিয়ে সহজ জয় হায়দরাবাদের

আজ রাজস্থান রয়্যালস-এর দায়িত্ব অজিঙ্ক রাহানের কাঁধে। সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্বে কেন উইলিয়মসন। অতএব দুটি দলের অধিনায়কের কাছেই আজকের ম্যাচ চ্যালেঞ্জ।

EiSamay.Com 9 Apr 2018, 11:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: একদিকে নেই স্মিথ। অন্যদিকে বাদ ওয়ার্নারও। বল বিকৃতি বিতর্কে IPL-এর আগে বড় ধাক্কা খেয়েছে দুটি দলই। আজ রাজস্থান রয়্যালস-এর দায়িত্ব অজিঙ্ক রাহানের কাঁধে। সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্বে কেন উইলিয়মসন। অতএব দুটি দলের অধিনায়কের কাছেই আজকের ম্যাচ চ্যালেঞ্জ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল সানরাইজার্স হায়দরাবাদ।
EiSamay.Com কেন উইলিয়মসন ও অজিঙরাহানে
কেন উইলিয়মসন ও অজিঙরাহানে


দেখে নিন ম্যাচের প্রতি মুহূর্তের Live Update:
ব্যাট করতে নামল সানরাইজার্স হায়দরাবাদ।

ওভার ১৫.৪: ১২৩ রানে ১ উইকেট। জয়ের দোরগোড়ায় হায়দরাবাদ।

ওভার ১২.১: ১০৯ রানে ১ উইকেট হায়দরাবাদের।

ওভার ১০.২: ৯০ রানে ১ উইকেট হায়দরাবাদের।

ওভার ১০: ৮৯ রানে ১ উইকেট হায়দরাবাদের।

ওভার ৯.৩: রান আউট আপিল খারিজ। ৩৬ বলে ৫৭ রানে খেলছেন ধাওয়ান। উইলিয়মসন ১৮ বলে ২১।

ওভার ৯.১: অসাধারণ স্কোয়্যার কাটে ৪ হাঁকিয়ে হাফ সেঞ্চুরি ধাওয়ানের। ৩৪ বলে ৫৩ রান ধাওয়ানের।

ওভার ৯: ৪৯ রান নট আউট ধাওয়ান। ৭৯ রান হায়দরাবাদের।

ওভার ৮: ৭৫ রানে ১ উইকেটে খেলছে হায়দরাবাদ। ৪৭ রান নট-আউট ধাওয়ান। উইলিয়মসন ২০ রানে খেলছেন।

ওভার ৭.১: ৪ মারলেন ধাওয়ান। ৬৮ রান হায়দরাবাদের। ২৬ বলে ৪২ ধাওয়ানের।

ওভার ৬.৪: উইলিয়মসনের ২ রান। ৬৩ রানে ১ উইকেট হায়দরাবাদের।

ওভার ৬: ৫৭ রানে ১ উইকেট হায়দরাবাদের।

ওভার ৫.৪: ধাওয়ানের ৪-এ ৫৩ রান হায়দরাবাদের।

ওভার ৫: ৪৫ রানে ১ উইকেট হায়দরাবাদের।

ওভার ৪.৩: ফের ৪ মারলেন শিখর ধাওয়ান।

ওভার ৪.২: ৪ মারলেন ধাওয়ান।

ওভার ৪: ৩৬ রানে ১ উইকেট হায়দরাবাদের।

ওভার ৩.৫: উইলিয়মসনের ৬! ৩৪ রানে ১ উইকেটে খেলছে হায়দরাবাদ।

ওভার ৩: হায়দরাবাদ ২৪ রানে ১ উইকেট।

ওভার ২.৫: ফের ৪ মারলেন শিখর। হায়দরাবাদ ২৪ রানে ১ উইকেট।

ওভার ২.২: ৪ মারলেন শিখর ধাওয়ান। হায়দরাবাদ ১৭ রানে ১ উইকেট। ক্রিজে উইলিয়মসন ও শিখর ধাওয়ান।

ওভার ১.৪: আউট ঋদ্ধিমান সাহা।

ওভার ১. ২: ৪ মারলেন ঋদ্ধিমান সাহা।

ওভার ১: ক্রিজে ঋদ্ধিমান সাহা ও শিখর ধাওয়ান। ১ রান হায়দরাবাদের।


রাজস্থান রয়্যালস-এর ইনিংস:

ওভার ২০: ৯ উইকেটে ১২৫ রান করল রাজস্থান রয়্যালস। হায়দরাবাদের কাছে জয়ের লক্ষ্যমাত্রা ১২৬।

ওভার ১৯.১: রান আউট উনাডকাট। রাজস্থান রয়্যালস ১২৩ রানে ৯।

ওভার ১৮.৬: আউট শ্রেয়াস গোপাল। রাজস্থান রয়্যালস ১২২ রানে ৮ উইকেট।

ওভার ১৮: ১১৭ রানে ৭ উইকেট রাজস্থানের। ক্রিজে শ্রেয়াস গোপাল ও ধাওয়াল কুলকার্নি।

ওভার ১৭.৩: রশিদ খানের বলে বোল্ড জস বাটলার (০ রান)। রাজস্থান রয়্যালস ১১৫ রানে ৭ উইকেট।

ওভার ১৫.৪: রাজস্থান রয়্যালস ১০৫ রানে ৬ উইকেট। ক্রিজে জস বাটলার ও শ্রেয়াস গোপাল।

ওভার ১৪.৪: ৯৬ রানে ৬ উইকেট রাজস্থানের। কাউলের বলে আউট কে গৌথম।

স্ট্র্যাটেজিক টাইম আউট

ওভার ১৩.৫: ফের আউট! সাকিবের বলে আউট স্যামসন। ৯৪ রানে ৫ উইকেটে রাজস্থান।

ওভার ১৩.৪: সাকিব আল হাসানের বলে আউট ত্রিপাঠী। ৯৩ রানে ৪ উইকেট রাজস্থানের।

ওভার ১২: ৮৭ রানে ৩ উইকেট রাজস্থান রয়্যালস-এর।

ওভার ১০: ৭১ রানে ৩ উইকেট রাজস্থান রয়্যালস-এর। ক্রিজে সঞ্জু স্যামসন ও রাহুল ত্রিপাঠী।

ওভার ৯.১: ৫ রানে বেন স্টোকস-এর আউটের পর রাজস্থান রয়্যালস ৬৪ রানে ৩ উইকেট।

ওভার ৮.৬: ৩ উইকেট হারাল রাজস্থান রয়্যালস।

ওভার ৮.২:
রাজস্থানু রয়্যালস ৫৯ বলে ২ উইকেট।

ওভার ৮: ওভারে ১ রান দিলেন রশিদ খান। রাজস্থান রয়্যালস ৫৭ রানে ২ উইকেট।

ওভার ৬.৫: আউট রাহানে। ১৩ বলে ১৩ রান।

ওভার ৬.২: ২৩ বলে ৩০ রানে খেলছেন স্যামসন ও ১১ বলে ১২ রানে রাহানে।

ওভার ৬: ৪৮ রানে ১ উইকেট রাজস্থানের।

ওভার ৫.১: সাকিবের বলে স্যামসনের শট বাউন্ডারি।

ওভার ৫: ৪০ রান রাজস্থানের।

ওভার ৪.১: রাহানের শটে বল বাউন্ডারি। ৪ রান।

ওভার ৪: ২৭ রানে ১ উইকেটে রাজস্থান রয়্যালস।

ওভার ৩.৩: রাহানের দুর্দান্ত শট! বল বাউন্ডারি। ৭ বলে ৭ রান রাহানের। স্যামসন ১২ বলে ১৫।

ওভার ৩: রাজস্থান রয়্যালস-এর ২১ রানে ১ উইকেট।

ওভার ১: শুরুতেই রান আউট D'Arc ! রাজস্থান রয়্যালস ৬ রানে এক উইকেট। রাজস্থান রয়্যালস-এর হয়ে ক্রিজে অজিঙ্ক রাহানে ও সঞ্জু স্যামসন।

ওভার


পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল