অ্যাপশহর

IPL 11, SRHvsCSK: ১৭৮ রানেই ইতি! চেন্নাইয়ের কাছে হার হায়দরাবাদের

চেন্নাইয়ের দেওয়া ১৮৩ রানের লক্ষ্যমাত্রা ছুঁতে গিয়ে ১৭৮ রানেই শেষ হয়ে গেল হায়দরাবাদের ইনিংস।

EiSamay.Com 22 Apr 2018, 7:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উইলিয়মসনের ঝোড়ো ব্যাটিং। ইউসুফ পাঠানের সঙ্গতেও শেষ রক্ষা হল না। ধোনির চেন্নাইয়ের কাছে ৪ রানে হারল হায়দরাবাদ। চেন্নাইয়ের দেওয়া ১৮৩ রানের লক্ষ্যমাত্রা ছুঁতে গিয়ে ১৭৮ রানেই শেষ হয়ে গেল হায়দরাবাদের ইনিংস।
EiSamay.Com হায়দরাবাদ বনাম চেন্নাই
হায়দরাবাদ বনাম চেন্নাই


দেখে নিন ম্যাচের প্রতি মুহূর্ত।

হায়দরাবাদের ব্যাটিং:

ওভার ২০: ১৭৮ রানেই গুটিয়ে গেল হায়দরাবাদের ইনিংস।

ওভার ১৯.৫: চার মারলেন রশিদ।

ওভার ১৯.৪: রশিদের ছক্কা!

ওভার ১৯.২: হায়দরাবাদের ১৬৬ রান।

ওভার ১৯.১: ডট বল।

৬ বলে ১৯ রান দরকার হায়দরাবাদের জিততে।

ওভার ১৯: ছক্কা হাঁকালেন রশিদ খান।

ওভার ১৮.৪: আউট! রায়নার হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে পাঠান। ২৭ বলে ৪৫ রান করলেন। ক্রিজে নামলেন রশিদ।

ওভার ১৮.৩: ছক্কা হাঁকালেন পাঠান!

ওভার ১৮.১: ২৪ বলে ৩৯ রানে খেলছেন ইউসুফ পাঠান।

ক্রিজে নামলেন ঋদ্ধিমান সাহা।

ওভার ১৮: আউট উইলিয়মসন। ৫০ বলে ৮৪ রান করলেন।

১৪ বলে ৩৫ রান দরকার হায়দরাবাদের জিততে।

ওভার ১৭.৩: রান নিতে গিয়ে আবার পায়ের পেশিতে টান ধরল পাঠানের। ১৪৭ রান ৪ উইকেট হায়দরাবাদের।

ওভার ১৭.১: চার মারলেন পাঠান। ২০ বলে ৩৪ নট-আউট।

ওভার ১৭: ১৪১ রানে ৪ উইকেট হায়দরাবাদের।

ওভার ১৬.৩: ছক্কা পাঠানের! ১৮ বলে ২৯ নট-আউট। হায়দরাবাদ ১৪০ রানে ৪ উইকেট।

ওভার ১৬.২: ৪৮ বলে ৮৪ রান উইলিয়মসনের।

ওভার ১৬: ১৩১ রানে ৪ উইকেট হায়দরাবাদের। ক্রিজে ইউসুফ পাঠান ও উইলিয়মসন।

ওভার ১৫.৪: আবার ছক্কা ইউসুফের!

ওভার ১৫.৩: ছয় হাঁকালেন ইউসুফ পাঠান।

ওভার ১৫.২: ৪ উইকেটে ১১৯ রান হায়দরাবাদের। ৪৬ বলে ৮১ রানে খেলছেন উইলিয়মসন।

ওভার ১৪.৫: কর্ণের বলেআবার ছয় উইলিয়মসনের।

ওভার ১৪.৪: আবার ছয় মারলেন উইলিয়মসন।

ওভার ১৪.২: কর্ণের বলেফের ছক্কা উইলিয়মসনের। হায়দরাবাদ ৪ উইকেটে ১০৩।

ওভার ১৩.৪: ছক্কা হাঁকালেন উইলিয়মসন।

ওভার ১৩: ৮৪ রানে ৪ উইকেট হায়দরাবাদের।

ওভার ১২.৫: ৮৩ রানে ৪ উইকেট হায়দরাবাদের। ইউসুফ পাঠানের পায়ের পেশিতে টান ধরেছে।

ওভার ১২.১: ৩৫ বলে ৫০ করলেন উইলিয়মসন।

ওভার ১১.৫: ৩৪ বলে ৪৯ রানে নট-আউট উইলিয়মসন।

ওভার ১১: ৭৩ রানে ৪ উইকেট হায়দরাবাদের।

ওভার ১০.৩: ক্যাচ আউট সাকিব! কর্ণের বলে। ৭১ রানে ৪ উইকেট হায়দরাবাদের। ক্রিজে নামলেন ইউসুফ পাঠান।


ওভার ১০: ৭১ রানে ৩ উইকেট হায়দরাবাদের।

ওভার ৯.৪: উইলিয়মসন ৩০ বলে ৪৫ রান। সাকিব ২১ রানে খেলছেন।

ওভার ৯.২: ৬৫ রানে ৩ উইকেট হায়দরাবাদের।

ওভার ৯: হায়দরাবাদের ৩ উইকেটে ৬০ রান।

ওভার ৮.২: স্কোয়্যার কাটে দুর্দান্ত চার উইলিয়মসনের। ২৫ বলে ৩৫ রান উইলিয়মসনের।

ওভার ৮: ৫০ রানে ৩ উইকেট হায়দরাবাদের।

ওভার ৭.৪: চার মারলেন সাকিব। সাকিবের ১১ বলে ১৮।

ওভার ৬.২: বল করছেন রবীন্দ্র জাডেজা।

ওভার ৬: দুর্দান্ত ছক্কা হাঁকালেন সাকিব। ৪০ রানে ৩ উইকেট হায়দরাবাদের।

ওভার ৫.১: সাকিবের দুর্দান্ত ৪! ৩২ রানে ৩ উইকেট হায়দরাবাদের।

ওভার ৫: ২৮ রানে ৩ উইকেট হায়দরাবাদের।

ওভার ৪.৪: ছক্কা হাঁকালেন উইলিয়মসন। ১৪ বলে ২৬ রানে খেলছেন উইলিয়মসন।

ওভার ৪.১: ফের উইকেট চাহারের।ক্যাচ আউট হুডা। ৭ বলে ১ রান করে। ২২ রানে তিন উইকেট হারাল হায়দরাবাদ।

ওভার ৪: ফের চার মারলেন উইলিয়মসন। হায়দরাবাদ ২ উইকেট হারিয়ে ২২ রান।

ওভার ৩.৪: চার মারলেন উইলিয়মসন।

ওভার ৩.২: ১৪ রানে ২ উইকেট হায়দরাবাদের।

একটি ওয়াইড বল। ১২ রান হায়দরাবাদের।

ওভার ৩: ১১ রানে ২ উইকেট হায়দরাবাদের।

ওভার ২.৪: ক্রিজে নেমেছেন দীপক হুডা।

ওভার ২.২: আউট পাণ্ডে! ১০ রানে ২ উইকেটে ধুঁকছে হায়দরাবাদ।

ওভার ২: ফের ৪ উইলিয়মসনের। হায়দরাবাদের ১০ রানে ২ উইকেট।

ওভার ১.৪: চার মারলেন উইলিয়মসন।

ওভার ১.২: দু'রানে ১ উইকেট হায়দরাবাদের।

১ ওভার: হায়দরাবাদের শূন্য রানে ১ উইকেট। ক্রিজে মণীশ পাণ্ডে ও উইলিয়মসন।

৫ বল: আউট! রিকি ভুই স্লিপে ক্যাচ তুলে শূন্য রানে প্যাভিলিয়নে। হায়দরাবাদের শূন্য রানে ১ উইকেট।

৩ বল: কোনও রান হয়নি হায়দরাবাদের।

ক্রিজে নামল হায়দরাবাদ। ওপেনিংয়ে রিকি ভুই (ডেবিউ ম্যাচ) ও কেন উইলিয়মসন।



চেন্নাইয়ের ব্যাটিং:


ওভার ২০: শেষ বলে ২ রান। ১৮২ রান করল চেন্নাই। হায়দরাবাদের সামনে টার্গেট ১৮৩ রান। রায়না ৫৪ রানে নট আউট।

ওভার ১৯.৫: ১৮০ রানে ৩ উইকেট চেন্নাইয়ের।

ওভার ১৯.৪: ৪২ বলে ৫৩ রানে খেলছেন রায়না। ধোনির রান ২৩।

ওভার ১৯. ২: ছক্কা হাঁকালেন ধোনি।

ওভার ১৯: চেন্নাই ১৭১ রানে ৩ উইকেট।

ওভার ১৮.৫: চার মারলেন ধোনি। ৮ বলে ১৬ রানে ক্রিজে।

ওভার ১৮. ৩: চার মেরে ৫০ করলেন রায়না। রায়না ৪০ বলে ৫২ রানে ক্রিজে।


ওভার ১৮.১: ফের চার মারলেন ধোনি। চেন্নাই ১৬১ রানে ৩ উইকেট।

ওভার ১৮: চার মারলেন রায়না। রান ৪৭।

ওভার ১৭.২: চার মারলেন ধোনি।

ওভার ১৭: ক্রিজে ধোনি ও রায়না। চেন্নাই ১৪৬ রানে ৩ উইকেট।

ওভার ১৬.৪: রান আউট রাইডু। বড় ধাক্কা চেন্নাইয়ের। ৩৭ বলে ৭৯ রান করে প্য়াভিলিয়নে।

ওভার ১৬.৩: রিভার্স সুইপে ৪ মারলেন রাইডু। ৩৭ বলে ৭৯ রান রাইডুর। ৩৫ বলে ৪১ রায়নার।

ওভার ১৬.২: ১৩৯ রানে ২ উইকেট চেন্নাইয়ের।

ওভার ১৬: রায়নার চার। ১৩৭ রানে ২ উইকেট চেন্নাইয়ের।

ওভার ১৫.৪: ছক্কা মারলেন রাইডু। ৩৪ বলে ৭৩ রানে ক্রিজে রাইডু।


ওভার ১৫.৩: ৪ মারলেন রাইডুর। রশিদ খানের বলে।

ওভার ১৫: ১২০ রানে ২ উইকেট চেন্নাইয়ের। ২৯ বলে ৬১ রান রাইডুর।

ওভার ১৪.৫: ৪ মারলেন রাইডু।

ওভার ১৪.৩: স্ট্রেইট ব্যাটে ছক্কা হাঁকিয়ে ৫০ করলেন রাইডু।

ওভার ১৪.২: ১০৮ রানে ২ উইকেট চেন্নাইয়ের। বল করছেন সাকিব।

ওভার ১৪: আবার ৪ রাইডুর। খেলছেন ৪৯ রানে।

ওভার ১৩.৫: স্ট্রেইট ব্যাটে ছক্কা হাঁকালেন রাইডু।

ওভার ১৩.৪: চার মারলেন রাইডু। বল করছেন স্ট্যানলেক।

ওভার ১৩: ৮৭ রানে ২ উইকেট চেন্নাইয়ের।

ওভার ১২.৫: চার রাইডুর! ৮৬ রানে ২ উইকেট চেন্নাইয়ের।

ওভার ১২: আবার ছয় রায়নার। ৭৮ রানে ২ উইকেট চেন্নাইয়ের।

ওভার ১১.৫: ছক্কা হাঁকালেন রায়না।

ওভার ১১: ৬২ রানে ২ উইকেট চেন্নাইয়ের। রায়না (১৮) রাইডু (২১)।

ওভার ১০.১: বল করতে এলেন দীপক হুডা। প্রথম বলেই রিভার্স সুইপে ৪ মারলেন রাইডু।

ওভার ১০: দুর্দান্ত শট রায়নার। বাউন্ডারি। চেন্নাইয়ের ৫৪ রানে ২ উইকেট।

ওভার ৯.২:ছক্কা! রাইডুর দুর্দান্ত শট বাউন্ডারির বাইরে।

ওভার ৯: ৪১ রানে ২ উইকেটে খেলছে চেন্নাই। এই ওভারে সিদ্ধার্থ কল চার রান দিলেন।

ওভার ৮: ৩৭ রানে ২ উইকেট চেন্নাইয়ের।

ওভার ৭.৩: চার! রশিদ খানের বলে রাইডুর দুর্দান্ত শট। চেন্নাই ৩৬ রানে ২ উইকেট। ক্রিজে রাইডু ও রায়না।

ওভার ৭.১: আউট! স্ট্যাম্প দু'প্লেসি। রশিদ খানের বলে। ৩২ রানে ২ উইকেট হারাল চেন্নাই।

ওভার ৭: ৩২ রানে এক উইকেট চেন্নাইয়ের। ক্রিজে রায়না (১০) ও দু'প্লেসি (১০)।

ওভার ৫: ২১ রানে এক উইকেট চেন্নাইয়ের।

৩.৩ ওভার: আউট! চাপে চেন্নাই। ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ তুলে দিলেন ওয়াটসন। ১৫ বলে ৯ রান করে প্য়াভিলিয়নে। চেন্নাই ১৪ রানে ১ উইকেট।


ওভার ২: দ্বিতীয় ওভারেও ২ রান চেন্নাইয়ের। দুর্দান্ত বোলিং হায়দরাবাদের। চেন্নাইয়ের মোট রান ৪।

ওভার ১: ক্রিজে রয়েছেন শেন ওয়াটশন ও দু'প্লেসি। চেন্নাইয়ের ২ রান।

দেখে নিন চেন্নাই ও হায়দরাবাদের প্রথম এগারো।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল