অ্যাপশহর

Shakib Al Hasan Birthday : 'সকাল থেকে দানাপানি পড়েনি পেটে...', জন্মদিনে ভাইরাল সাকিবের গোগ্রাসে খাওয়ার ভিডিয়ো

শুভ জন্মদিন সাকিব আল হাসান। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ৩৩ বছরে পা রাখলেন।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 24 Mar 2023, 6:11 pm
বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সফল অলরাউন্ডার হলেন সাকিব আল হাসান। দেশের জার্সি গায়ে তিনি একাধিক কৃতিত্ব অর্জন করেছেন। আসন্ন আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স শিবিরে আরও একবার 'ঘর ওয়াপসি' করেছেন তিনি। শুক্রবার ৩৩ বছরে পা রাখলেন পদ্মাপাড়ের এই ক্রিকেটার। আর সাকিবের জন্মদিনে তাঁকে বিশেষভাবে শুভেচ্ছা জানাল কলকাতা নাইট রাইডার্স।
EiSamay.Com Shakib Al Hasan
কলকাতা নাইট রাইডার্স দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান


পাশাপাশি এই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, 'আজ আমরা কেক খাওয়া চ্যাম্পিয়নের জন্মদিন পালন করছি।'

দেখে নিন সেই ভিডিয়ো :


শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজে একটি ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভিডিয়োটি পুরনো। সাকিবের জন্মদিনেরই পুরনো একটা ভিডিয়ো এটা। এই ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, সাকিবের জন্মদিন উপলক্ষ্যে বেশ কয়েকটা প্লেটের উপর কেক সাজানো রয়েছে। প্রতিযোগিতা চলছে, কে তাড়াতাড়ি ওই কেক শেষ করতে পারে। মুহূর্তের মধ্যে সাকিব হাতে কেকের প্লেটটা নিয়ে গোগ্রাসে খেতে শুরু করেন। গোটা বিষয়টাই যে নিছক মজার ছলে করা হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
Shakib Al Hasan : সাকিব বাদের খাতায়, নাইটদের নয়া ক্যাপ্টেনের নাম চূড়ান্ত?
এই ভিডিয়োয় সাকিবকে বলতে শোনা যাচ্ছে, 'আমি কলকাতা নাইট রাইডার্স দলের সাকিব আল হাসান। কতটা খেতে পারব, তা আমি জানি না। তবে আশা করছি এই প্রতিযোগিতা যথেষ্ট হাড্ডাহাড্ডি হবে।' শেষপর্যন্ত এই লড়াইয়ে সাকিবই জয়লাভ করেন। এরপর তিনি বলেন, 'সত্যি কথা বলতে কী, সকাল থেকে আমার পেটে কিছু দানাপানি পড়েনি। ফলে আমার খুবই খিদে পেয়েছিল। সেকারণেই আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়েছে।'
Shakib Al Hasan Litton Das KKR : মিলল না NOC, IPL খেলতে পারবেন না সাকিব-লিটন
আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে IPL টুর্নামেন্টের ষোড়শ সংস্করণ। কিন্তু, নাইট ব্রিগেডে সাকিব কবে যোগ দেবেন তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও নো অবজেকশন সার্টিফিকেট পাওয়া যায়নি। ইতিপূর্বে মনে করা হচ্ছিল যে শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে সাকিবকেই হয়ত অধিনায়ক করে মাঠে দল নামাতে পারেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। কিন্তু, এই টালমাটাল পরিস্থিতিকে কলকাতার কোচ কে হবেন, তা নিয়েই আপাতত জোর জল্পনা চলছে।
Shakib Al Hasan Litton Das IPL : ছুটি চেয়ে কাতর আর্জি, IPL খেলতে চেয়ে মরিয়া সাকিব-লিটন
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ৪ থেকে ৮ এপ্রিল পর্যন্ত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলবেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই টেস্ট ম্যাচ শেষ হওয়ার পরই সাকিবকে NOC দেওয়া হতে পারে।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল