অ্যাপশহর

একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন Tim David, গ্যালারিতে লাফিয়ে উঠছেন Sara Tendulkar

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স একেবারে জঘন্য পারফরম্যান্স করেছে। IPL 2022 মরশুম থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে রোহিত শর্মার দল। কিন্তু, তাও মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তারা সম্মানরক্ষার ম্যাচ খেলতে নেমেছিল। এই ম্যাচেও ৩ রানে হেরে যায় মুম্বই। প্রাপ্তি বলতে শেষবেলায় টিম ডেভিডের ঝোড়ো ব্যাটিং। আর এই ব্যাটিং দেখেই গ্যালারিতে দাঁড়িয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সারা তেন্ডুলকর।

Produced byকৌশিক বিশ্বাস | Lipi 18 May 2022, 12:58 pm
মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ মানে গ্যালারিতে একাধিক বড় নামের ভিড়। কখনও তারকা, কখনও আবার জনপ্রিয় মুখ। এবার সানরাইজার্স হায়দরাবাদের (MI vs SRH) বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে গ্যালারিতে দেখা গেল সচিন কন্যা সারা তেন্ডুলকরকে (Sara Tendulkar)। এই ম্যাচে যদিও তাঁর ভাইয়ের (Arjun Tendulkar) অভিষেক হয়নি। তবে গ্যালারিতে তাঁর উপস্থিতি নজর কাড়ল।
EiSamay.Com Sara Main
মুম্বই ইন্ডিয়ান্সের গ্যালারিতে সারা তেন্ডুলকর, ছবি সৌজন্য - Twitter@mufaddal_vohra

উমরান–ভুবির দুরন্ত বোলিংয়ে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখল Sunrisers Hyderabad
IPL-এ একাধিক ম্যাচে অতীতে সারাকে দেখা গেছে গ্যালারিতে। তবে চলতি মরশুমে তাঁকে দেখা যায়নি। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলের মেন্টর। অন্যদিকে অর্জুন তেন্ডুলকর দলের সদস্য। এই পরিস্থিতি এই প্রথমবার সারা গেলেন দলের খেলা দেখতে। তবে সারা নজর কাড়লেন সেলিব্রেশনে। ম্যাচে ১৮ তম ওভারে এক ওভারে চারটে ছয় মেরে ম্যাচ নিজেদের দিকে ঘুরিয়ে নেন টিম ডেভিড। তবে ওভারের শেষ বলে তিনি আউট হয়ে যান। সেই সময় দেখা যায় VIP বক্সে বসে সারা চিৎকার করছেন।
MI vs SRH: সানরাইজার্সের যাত্রাভঙ্গ করতে বোলিংয়েই ভরসা রোহিতদের
১৮তম ওভারে বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে মুম্বই পিছিয়ে পড়েছিল। টি নটরাজনের ওভারের প্রথম, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে চারটি ছক্কা মারেন টিম ডেভিড। সেখান থেকে ম্যাচ জেতা আশা তৈরি হয়। ডেভিড ১৯ তম ওভারেও স্ট্রাইক ধরে রাখতে চেয়েছিলেন। কিন্তু শেষ বলে রান নিতে গিয়ে আউট হন তিনি। যা দেখে চিৎকার করে ওঠেন সারা। টিম ডেভিড রানটা নিতে পারলে গত ম্যাচে হয়ত জিতত মুম্বই। যদিও শেষ হাসি তারা হাসতে পারেনি। ভাইয়ের অভিষেক দেখা হয়নি সারার।

গত ম্যাচটা হাড্ডাহাড্ডি হয়েছে। শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়ায়। সানরাইজার্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ভুবনেশ্বর কুমার। শেষ ওভারে তাঁর স্পেল গুরুত্বপূর্ণ হয়ে যায়। এখানে তিনি অভিজ্ঞতা দেখান। ম্যাচের সেরা হন রাহুল ত্রিপাঠী। তিনি করেন ৭৬ রান। এছাড়া প্রিয়ম গর্গ করেন ৪২ রান। এই রানের উপর ভর করে হায়দরাবাদ করে ১৯৩ রান। হায়দরাবাদের হয়ে ৩টি উইকেট নেন উমরান মালিক। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও ওয়াশিংটন সুন্দর। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন রোহিত শর্মা ও ঈশান কিষান। দুজনের কেউ অর্ধশতরান করতে না পারলেও ভালো লড়াই দেন। এরপর টিম ডেভিড ১৮ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। মুম্বইয়ের হয়ে বুমরাহ ছাড়াও উইকেট নেন রমনদীপ সিং। তিনি নেন তিনটি উইকেট। ১টি করে উইকেট নেন রিলে মেরেডিথ ও ড্যানিয়েল স্যামস।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল