অ্যাপশহর

অন্ধের যষ্ঠী! IPL Playoffs-এর আশায় ডিপি বদলে Mumbai Indians-কে সমর্থন RCB-র

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিও গত ম্যাচে বলেছিলেন, রোহিত শর্মার উপরে তাঁর প্রচুর আশা রয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি নিশ্চয়ই বড় রান করবেন। যাতে মুম্বই এই ম্যাচটা জিতে যায়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই, এখনও পর্যন্ত প্লে অফের লড়াইয়ে গুজরাট, লখনউ এবং রাজস্থান কোয়ালিফাই করে গিয়েছে। শেষ আসনের জন্য দিল্লি এবং ব্যাঙ্গালোরের মধ্যে লড়াই চলছে।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 21 May 2022, 8:26 pm
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ। কিন্তু, এই ম্যাচের আগে সবথেকে বেশি নজর কাড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । কারণে IPL ২০২২ মরশুমের প্লেঅফে মাত্র একটা জায়গাই বাকি রয়েছে। যদি এই ম্যাচটা মুম্বই জিতে যায়, তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লেঅফে পৌঁছতে পারবে।
EiSamay.Com RCB FB (3)
মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের দিকে তাকিয়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ছবি সৌজন্য - Twitter


সোশ্যাল মিডিয়া জুড়ে ইতিমধ্যেই RCB সমর্থকেরা মুম্বই ইন্ডিয়ান্সকে সাপোর্ট করতে শুরু করেছে। ইতিমধ্যে RCB-ও নিজেদের মুম্বইয়ের রঙে রাঙিয়ে নিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের টুইটার হ্যান্ডলের প্রোফাইল পিকচার বদলে ফেলেছে। লাল রংয়ের পরিবর্তে সেটা নীল করে ফেলেছে। ফলে তারা যে খুল্লামখুল্লা মুম্বই ইন্ডিয়ান্সকেই সাপোর্ট করছে, সেটা বুঝতে আর কারোর বাকি নেই।

অন্যদিকে RCB নিজেদের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে না করতেই অনেকে আবার কটাক্ষ করতেও শুরু করে দিয়েছেন। কারণ বেঙ্গালুরু এবং মুম্বইয়ের দ্বৈরথ IPL ময়দানে কারোর কাছেই অজানা নয়। সেকারণেই ফ্যানেরা এই মুহূর্তের মজা গ্রহণ করছেন। কেউ কেউ টুইটারে লিখেছেন, এই ওভার অ্যাক্টিংয়ের টাকা কেটে নেওয়া হোক। কেউ আবার লিখেছেন, 'ঝুকতি হে দুনিয়া, ঝুকানেওয়ালা চাহিয়ে।'

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিও গত ম্যাচে বলেছিলেন, রোহিত শর্মার উপরে তাঁর প্রচুর আশা রয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি নিশ্চয়ই বড় রান করবেন। যাতে মুম্বই এই ম্যাচটা জিতে যায়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই, এখনও পর্যন্ত প্লে অফের লড়াইয়ে গুজরাট, লখনউ এবং রাজস্থান কোয়ালিফাই করে গিয়েছে। শেষ আসনের জন্য দিল্লি এবং ব্যাঙ্গালোরের মধ্যে লড়াই চলছে।

এখানে একটা বিষয় যথেষ্ট গুরুত্বপূর্ণ যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ঝুলিতে এখনও পর্যন্ত ১৬ পয়েন্ট এসেছে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস ১৪ পয়েন্টে রয়েছে। যদি এই ম্যাচে দিল্লি মুম্বইকে হারিয়ে দেয়, তাহলে পন্থ ব্রিগেড সোজা প্লেঅফে পৌঁছে যাবে। কারণ তাদের নেট রান রেট RCB-র থেকে অনেকটাই বেশি রয়েছে।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর